জিয়াউদ্দিন আলমের কিছু প্রত্যাশা
জিয়াউদ্দিন আলমের কথা ও আয়োজনে বাজারে আসছে মিশ্র অ্যালবাম ‘কিছু প্রত্যাশা’। লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হওয়া এই অ্যালবামে পুরোনো ও বর্তমান প্রজন্মের মোট ১১ জন শিল্পী কণ্ঠ দিয়েছেন।
গানের শিল্পীরা হলেন মেহরাব, লোপা হোসাইন, ইলিয়াস হোসাইন , লিজা, প্রত্যয় খান, সুজন আরিফ, টিনা মুস্তারী, মিলন, শাহরিয়ার বাঁধন, লাবন্য ও আর্শিনা প্রিয়া। গানগুলোর সুর-সংগীত করেছেন পংকজ, রেজয়ান শেখ, প্রত্যয় খান ও আদনান।
জিয়াউদ্দিন আলম জানালেন, অ্যালবামটিতে গান রয়েছে মোট ৮টি। অ্যালবামে গানগুলোর শিরোনামগুলো হলো ‘প্রানের চেয়ে প্রিয়’, ‘তুমি চাইলে’, ‘মনটা উড়ু উড়ু, ‘বৈশাখ এলো’, ‘মাওলা, ‘ওরে প্রিয়া’, ‘মন তুই রাঙিয়ে দে না’, ও ‘মাঝে মাঝে’।
অ্যালবাম প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, ‘এটি আমার কথা ও আয়োজনের তৃতীয় মিক্সড অ্যালবাম। কিছু ভালো গান করার চেষ্টা করেছি। গত বছর লেজার ভিশন থেকে আমার লেখা প্রথম অ্যালবাম ‘কিছু ভালোবাসা’ এবং প্রতীক হাসানের সলো অ্যালবামে আমার লেখা গানগুলো ভালো সাড়া পায়। পরবর্তীতে বিশ্ব ভালবাসা দিবসে ‘কিছু স্বপ্ন’ অ্যালবামটি ঈগল মিউজিকের ব্যানার থেকে বাজারে আসে। এটিও দর্শকপ্রিয়তা ও প্রশংসা অর্জন করে। তারই ধারবাহিকতা নিয়ে আবারো শ্রোতাদের সামনে এ অ্যালবামটি নিয়ে আসা। আশা করছি আগের গানগুলোর মতোই এ অ্যালবামের গানও সবার মন ছুঁয়ে যাবে।’
প্রসঙ্গত, জিয়াউদ্দিন আলমের কথায় ‘কিছু প্রত্যাশা’ অ্যালবামটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গানমেলায় প্রকাশ হয়।
এলএ/আরআই