ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দায়িত্ব গ্রহণ করল ইমার নব নির্বাচিত কমিটি

প্রকাশিত: ১১:০১ এএম, ১২ মার্চ ২০১৭

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা)’র নব নির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। দ্বিতীয় নির্বাচনে জয়ীদের কাছে দায়িত্ব অর্পণ এবং পুনর্মিলন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঢাকার দ্যা এন্ট্রেন্স রেস্টুরেন্টে নির্বাচনে বিজয়ীদের দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

গেল ৪ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সময় টেলিভিশনের আক্তার হোসেন বাবু সভাপতি পদে নির্বাচিত হন এবং একুশে টেলিভিশনের আনিুসুর রহমান তারেক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার আহম্মেদ ফল ঘোষণা করেন।

২১ সদস্যের এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। পর্ষদের ১২টি পদের মধ্যে পাঁচটি পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা।

এবারের নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদকের দুটি পদে মোহনা টিভির তাসলিম চৌধুরী এবং এটিএন বাংলার হারুনুর রাশিদ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের রাহাতুজ্জামান রাহাত। ডিবিসির সোহানা ইসলাম ইমপা মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসএ টিভির সায়েম সামাদ, চ্যানেল আইয়ের হাফিজুর রহমান মুন্টু, যমুনা টিভির এএইচ রাজু ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে ডিবিসির রাকিবুল হাসান, প্রচার সম্পাদক হয়েছেন মোহনা টিভির ইলিয়াস হোসেন। বৈশাখী টিভির রাশেদ সীমান্ত ক্রীড়া সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মাই টিভির মো. হাসান ইমাম। দপ্তর সম্পাদক হয়েছেন জিটিভির শহিদুল ইসলাম।

ইমার কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিটিবির শাহিনুল হক, এটিএন বাংলার আব্দুল মালেক, মাছরাঙ্গার আব্দুস সামাদ, এনটিভির মাহফুজ আলম, একাত্তর টিভির আহমদ মোহসিন, চ্যানেল আইয়ের জিয়াউর রহমান সুমন, এবং বিজয় টিভির এসবি বুলবুল।

এলএ

আরও পড়ুন