ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চ্যানেল আইতে ইমন-তিশার অভিজাত

প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৯ মার্চ ২০১৭

অভিনেতা ইমন ও অভিনেত্রী তাসনুভা তিশা জুটি বেঁধে ‘অভিজাত’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। আজ শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টা ৫ মিনিটে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।

‘অভিজাত’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা শাহাজাদা মামুন। তিনি জানিয়েছেন, ‘গল্পটা একটি ছেলের অভিজাত চালচলন নিয়ে। অফিস, বাড়ি কিংবা গাড়ি সব জায়গায় তার মধ্যে একটা আভিজাত্য কাজ করে।’

তিনি আরও বলেন, ‘ছেলেটির একটি মেয়ের সঙ্গে প্রেম থাকে। সে আরও অভিজাতভাবে চলাফেরা করতে পছন্দ করে। সবমিলিয়ে একটা কমেডি-রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি।’

তাসনুভা তিশা বলেন, ‘এই নাটকের আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু সবসময় উচ্চ বিলাসিতা পছন্দ করি। যেটা আমাদের চারপাশের অনেকেই করে থাকে।’

তিনি বলেন, ‘এই প্রথমবার চ্যানেল আই-এর নাটকে কাজ করলাম। চেষ্টা ছিল ভালোভাবে কাজ করার। আশা করছি নাটকটি সবাই দেখবেন।’

ইমন-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শফিক খান দিলু, সোহানা অলিভা প্রমুখ।

এনই/বিএ