ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন রোজিনা
চলচ্চিত্রের সোনালী অতীতের প্রিয়মুখ চিত্রনায়িকা রোজিনা ফেসবুকে ভুয়া আইডি নিয়ে ভীষণ বিপাকে পড়েছেন। কয়েকমাস ধরে রোজিনা নজর করেছেন, তার ‘রোজিনা’ নাম দিয়ে সার্চ করলে অসংখ্য ফেক ফেসবুক আইডি পাওয়া যায়। তবে এরমধ্যে অবকিল তার নিজস্ব আইডির মতো ‘রেনু পার্ল’ নামের আরও একটি আইডি রয়েছে।
যে ফেসবুক আইডি থেকে একের পর এক বিভ্রান্তিমূলক এবং বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। যার জন্য রোজিনার সম্মানহানি হচ্ছে এবং তিনি বিব্রত হচ্ছেন।
জাগো নিউজের সঙ্গে আলাপে রোজিনা বলেন, ‘আমার নিজস্ব একটি ফেসবুক আইডি আছে রেনু পার্ল নামে। সেখানে গুটিকয়েক সাংবাদিক, আমার পরিবারের লোকজনরা আছেন। তবে সেটি রোজিনা নামে নয়। কিন্তু আমি খেয়াল করলাম আমার নামে অনেক ভুয়া আইডির ছড়াছড়ি। সেসব আইডি থেকে বিভিন্ন ছবি এবং স্ট্যাটাস পোস্ট করা হয়। অধিকাংশ পোস্ট বিভ্রান্তিকর, আবার কোনোটা উস্কানিমূলক। যেটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি।’
তিনি বলেন, ‘গেল কয়েকদিন ধরেই অনেক অভিযোগ আসছিলো ‘রোজিনা রেনু’ নামের একটি আইডি থেকে নানা রকম আপত্তিকর পোস্ট দেয়া হচ্ছে। নানা শিল্পীদের সঙ্গে ছবি দিয়ে সাধারণ মানুষকে নানা প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। আমার পরিচিত অনেক পরিচালক, শিল্পী, প্রযোজক, সাংবাদিকগণ এটিকে আমার আইডি ভেবে যুক্ত হচ্ছেন। নানা আলোচনা করতে গিয়ে বিব্রত হচ্ছেন। বিষয়টি নিয়ে আমি চিন্তিত। শিগগিরই আমি আইনি ব্যবস্থা নেব। প্রয়োজনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের সাহায্য নেব আমি। ওই আইডিটির বিরক্তির মাত্রা দিনদিন বেড়েই চলেছে। এছাড়া আরও কিছু আইডি আছে যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যে বা যারা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো।’
রোজিনা আরও বলেন, ‘ভুয়া আইডির ফ্রেন্ড লিস্টে সঙ্গে যুক্ত আছে। তাদেরকে ভুয়া আইডি থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।’
এদিকে আজ সকাল থেকে দেখা যাচ্ছে রোজিনা রেনু নামের ফেক আইডিটির নাম বদলে রেনু পার্ল করা হয়েছে। রোজিনা তার ভক্ত অনুরাগীদের আইডিটিতে রিপোর্ট দিতে অনুরোধ জানিয়েছেন। রিপোর্ট করতে লগইন করতে হবে -
http://bit.ly/2mJcgbt
এনই/এলএ