ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সানিকে নিয়ে অশ্লীল টুইট করে সমালোচিত রামগোপাল

প্রকাশিত: ০৪:২৮ এএম, ০৯ মার্চ ২০১৭

বলিউডের খ্যাতিমান পরিচালক রামগোপাল ভার্মার ছবি রুপালি পর্দায় বেশ আনন্দ দেয়। এডাল্ট কমেডি ও এডাল্ট থ্রিলার ধাঁচের ছবি নির্মাণে ভার্মার সুনামও রয়েছে বেশ বলিউডে। তবে নারী দিবসে সানি লিওনকে নিয়ে এক ইঙ্গিতপূর্ণ অশ্লীল টুইট করে বেশ বিপাকে পড়েছেন `সরকার` খ্যাত এই পরিচালক।

জানা যায়, নারী দিবসে ব্যক্তিগত টুইট একাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করেন রামগোপাল। ক্যাপশনে তিনি লিখেন `আশা করি পৃথিবীর সকল নারীরা পুরুষকে একইভাবে সুখ দিবে, যেমনটা দিতো সানী লিওন!` নারী দিবসে এমন অশ্লীল ঈঙ্গিতপূর্ণ টুইটবার্তায় অনেকেই রামগোপালকে এক হাত নিয়েছেন। এ নিয়ে মোটেও বিচলিত নয় ভার্মা। তিনি আরও রিটুইট করে যারা তার সমালোচনা করেছে তাদের `মুর্খ` বলে আখ্যায়িত করেছেন।

এতে অবশ্য কিছুই মনে করেন সানি লিওন। কারণ ভার্মার পোস্টের রিপ্লাই দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের বলিউডে আগমন নিয়ে কটুক্তি করে সমালোচনার স্বীকার হন এই পরিচালক।

আরএএইচ/এলএ/আরআইপি

আরও পড়ুন