ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘বাহুবলি ২’ দেখবেন রানি এলিজাবেথ ও মোদি

প্রকাশিত: ১২:২১ পিএম, ০২ মার্চ ২০১৭

উত্তাপ ছড়িয়েছে তামিল ছবি ‘বাহুবলি’। এর সিক্যুয়ালে নির্মিত হয়েছে ‘বাহুবলি ২’। আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তার আগেই ছবিটি দেখবেন ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়ার একটি প্রথমসারির গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ‘বাহুবলি ২’-এর বিশেষ স্ক্রিনিং করবে। এর মধ্যে অন্য ভারতীয় ছবিও রয়েছে। ‘ইন্ডিয়া অন ফিল্ম’ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এমনটা করা হবে।

সবকিছু ঠিক থাকলে ২৪ এপ্রিল ‘বাহুবলি ২’ দেখানো হবে। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

সূত্র জানায়, রানি এলিজাবেথ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এনই/পিআর

আরও পড়ুন