ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

তিশাকে বিয়ে করতে জামাই পরীক্ষা দিলেন কল্যাণ

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০১ মার্চ ২০১৭

নাটকের দর্শকের অভিযোগ রয়েছে, হালের নাটক-টেলিফিল্মগুলোর অধিংকাশই কমেডির নামে ভাঁড়ামোতে দুষ্ট। যার ফলে দর্শকরা বিরক্ত আর ব্রিবত হন। পাশাপাশি এসব নাটকে চরিত্ররাও ঘুরেফিরে একইরকম, একই গল্পের আনাগোনা।

তার ভিড়ে সম্প্রতি নির্মিত হয়েছে, ‘জামাই পরীক্ষা’ শিরোনামের একটি কমেডি নাটক। এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া এবং তানজিন তিশা। তারা দু’জনই নাটকটি নিয়ে মন্তব্য করেছেন, ‘যেখানে পুরোপুরি কমেডি ফ্লেভার আছে, কিন্তু ভাঁড়ামোর জায়গা নেই।’

অভিনেতা কল্যাণ বলেন, ‘জোর করে দর্শকদের হাসানোর চেষ্টা একেবারেই করা হয়নি। বরং গল্পের টুইস্টই দর্শকদের জমিয়ে রাখবে।’

তানজিন তিশা বলেছেন, ‘নাটকটিতে দর্শকরা হাসি, প্রেম এবং সিনেমাটিক একটা ফ্লেভার পাবেন। মোট কথা বিনোদনের সবকিছুই রয়েছে এতে। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’  

‘জামাই পরীক্ষা’ নাটকটি রচনা করেছেন রেজানুর রহমান রিজিভী এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এটিএম মাকসুদুল হক ইমু।

নাটকটি নিয়ে নির্মাতা ইমু বলছিলেন, ‘একটি মেয়ের বিয়েকে কেন্দ্র করে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। যেমন- বিয়ের পাত্র দেখা, পাত্রের খুঁটিনাটি বিষয় যাচাই-বাচাই করা; সবমিলিয়ে একটা উৎসবমুখর অবস্থা। তাছাড়া দর্শকদের বাড়তি ভালো লাগা দিতে নাটকে একটি গানও থাকছে।’  

কল্যাণ-তানজিন তিশা ছাড়া আরও অভিনয় করেছেন নিপা খান, শাখাওয়াত শিমুল, পলাশ, সালমা, কাশেম, শিমু প্রমুখ। গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘জামাই পরীক্ষা’ নাটকটি শিগগির একটি বেসকারি চ্যানেলে প্রচার হবে।

এনই/এলএ

আরও পড়ুন