শুক্রবার ১১ হলে মুক্তি পাচ্ছে ভুবন মাঝি
রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, শ্যামলীসহ সারাদেশে মোট শুক্রবার (৩ মার্চ) ১১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের নির্মিত ছবি ‘ভুবন মাঝি’। ছবির নির্মাতা ফাখরুল আরেফিন খান নিশ্চিত করেছেন এমন খবর।
এরইমধ্যে ‘ভুবন মাঝি’ মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে, ছবির পোস্টার লাগানো নিয়ে ব্যস্ততার চিত্র।
সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভুবন মাঝি’ ছবিটি। জানা গেছে, মুক্তিযুদ্ধের তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান।
এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা প্রমুখ।
নির্মাতা ফাখরুল আরেফিন খান জানিয়েছেন, ৩ মার্চ ‘ভুবন মাঝি’ ছবির মুক্তি উপলক্ষে ১ মার্চ (বুধবার) ঢাকায় আসছেন পরমব্রত।
এনই/এইচএন/আরআইপি