কয়েক ঘণ্টা পর বসছে অস্কারের ৮৯তম আসর
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননার নাম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। এর ৮৯তম আসরের পর্দা উঠতে বাকি আছে আর মাত্র কয়েক ঘন্টা। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে বসবে এই আনন্দ মেলা। এখানে উপস্থিত থাকবেন হলিউডের নামিদামি তারকাসহ বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রের মানুষেরা।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮৯তম অস্কারে সেরা ছবির মনোনয়নের তালিকায় আছে ‘লা লা ল্যান্ড’, ‘এরাইভাল’, ‘লায়ন’, ‘হেল অর হাই ওয়াটার’, ‘হিডেন ফিগার্স’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’সহ আরও বেশ কয়েকটি ছবির নাম।
এছাড়া সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন এন্ড্রু গ্যারিফিল্ড, রায়ান গসলিং ও ক্যাসে এফ্লেকসহ আরো বেশ কয়েকজন হলিউড তারকা। পাশাপাশি এবছরের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন এমা স্টোন, নাটালিয়া পোর্টম্যান। সেরা নির্মাতাদের তালিকায় আছেন ‘ব্রেভহার্ট’ খ্যাত তারকা মেল গিবসন।
গতবারের অস্কারের সবচেয়ে বড় সেনশেষন ছিলো হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর অস্কার জেতা। এ বছরও হলিউড ভক্তরা অপেক্ষায় আছেন তাদের প্রিয় তারকার হাতে অস্কার পুরস্কার দেখতে।
আরএএইচ/এলএ