ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গান গাইলেন পূর্ণিমা

প্রকাশিত: ০৭:০০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা পূর্ণিমা সফল জুটি হয়ে আলো ছড়িয়েছেন ঢাকাই ছবিতে। এই জুটির অন্যতম সফল একটি ছবি ‘হৃদয়ের কথা’ মুক্তি পায় ২০০৬ সালে। এস এ হক অলিক পরিচালিত এই ছবি দিয়ে চলচ্চিত্রের প্ল্যা-বেকে অভিষেক ঘটে নতুন প্রজন্মের সংগীত ম্যাজিশিয়ান হাবিব ওয়াহিদের।

তার সুর-সংগীত ও কণ্ঠে ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’ গানটি তখন তুমুল জনপ্রিয়তা পায়। এবার সেই গানটি গেয়ে শোনালেন চিত্রনায়িকা পূণিমা। সম্প্রতি চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ডিয়ন চকলেট ক্ষুদে গানরাজ-২০১৬’ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’র একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন এই মিষ্টি হাসির নায়িকা। সেখানেই তিনি ক্ষুদেশিল্পীদের অনুরোধে গানটি গেয়ে শোনান।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমি অভিনেত্রী। অভিনয়টাই আমার পেশা। মাঝেমধ্যে নৃত্যে অংশ নিতেও ভালো লাগে। তবে গান কখনোই গাওয়া হয় না। একঝাঁক ক্ষুদে শিল্পীদের সঙ্গে সুযোগ পেয়ে গেয়েছি প্রিয় একটি গান। আমি তো আর শিল্পী নই। তাই কেমন গাইলাম সেই ভাবনাটা আসে না। উপভোগ করাই উদ্দেশ্য।’

সম্প্রতি শেষ হয়েছে পূর্ণিমাকে অতিথি করে ক্ষুদে গানরাজের বিশেষ দুটি পর্বের শুটিং। সেখানে বিজয় বাঙালির গাওয়া ‘ভালো আছি ভালো থেকো’ গানটি শুনে মুগ্ধ হন পূর্ণিমা। মঞ্চে উঠে তিনি ক্ষুদেশিল্পী বিজয় বাঙালিকে জড়িয়ে ধরেন এবং ক্ষুদে গানরাজে অতিথি বিচারকের দায়িত্বে থাকার অনুভূতির কথা প্রকাশ করেন।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, তিনি পর পর দুটি পর্বে অংশ নেবেন। এ দুটি পর্ব প্রচার হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মমী চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

মূল বিচারকের দায়িত্বে রয়েছেন ফেরদৌস আরা এবং এস আই টুটুল।

এলএ

আরও পড়ুন