ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কেন অজয়কে বিয়ে করেছিলেন কাজল?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:২৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

কাজল ও অজয় দেবগান দম্পতি ১৮ বছর পার করলেন। তাদের বিবাহবার্ষিকী ছিল শুক্রবার। কাজল এবং অজয়ের বিয়ে হয়েছিল ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি। কিন্তু   কেরিয়ারের তুঙ্গে থাকার সময়ে মাত্র ২৫ বছর বয়সেই কেন তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন? বছরখানেক আগে একটি সাক্ষাৎকারে তার উত্তরও দিয়েছিলেন কাজল ।

তখন কাজল জানিয়েছিলেন, সিনেমার ব্যস্ততার থেকে নিজেকে কিছুটা সরিয়ে নেয়ার জন্যই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

কাজল বলেন, ‘সেসময় প্রতিবছর চার থেকে পাঁচটি ছবির অফার থাকত। ইন্ডাস্ট্রিতে প্রায় ৯ বছর কাটিয়েও ফেলেছিলাম আমি। অর্থ, যশ, সাফল্য- জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু নিজের জন্য না ছিল সময়, না শান্তি। ফলে একটা বড় সিদ্ধান্ত নিতেই হলো আমাকে।’  

কাজল তখন সিদ্ধান্ত নিয়েছিলেন বছরে একটির বেশি ছবিতে অভিনয় করবেন না তিনি।

জেডএ/এমএস

আরও পড়ুন