ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

টিউবলাইটে ক্যাটরিনাকে চেয়েছিলেন সালমান

প্রকাশিত: ১১:২৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বর্তমানে শুটিং চলছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত টিউবলাইট ছবির। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ নিয়ে নির্মিত এই ছবির কাহিনি। ছবিটিতে নায়িকার চরিত্রে কাজ করছেন চীনা তারকা জুহু জুহু। বিগ বাজেটের এ ছবিতে চমক হিসেবে থাকছে বলিউড কিং শাহরুখ খানের উপস্থিতি।

তবে ছবির পরিচালক কবির খান জানান, একটি অবাক করা তথ্য। তিনি জানান, ছবিটিতে একটি বিশেষ চরিত্রে কাজ করার জন্য সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিতে চেয়েছিলেন ছবির নায়ক ও সহকারী প্রযোজক সালমান খান।

তবে সে প্রস্তাব ফিরিয়ে দেন ক্যাট। তবে কি কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা সে ব্যাপারে কিছুই জানাননি কবির খান। ধারণা করা যাচ্ছে, সম্পর্কের বৈরিতার জন্যই সালমানের ছবিতে কাজ করতে সম্মত হননি ক্যাট।

এর আগে কবির খানের পরিচালনায় ‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা দিয়ে অতীতের সব রেকর্ড পেছনে ফেলে নিজেকেই ছাড়িয়ে যাওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন সালমান। ফলে আসন্ন এই ছবিতেও যে সালমান তার ভক্তদের হতাশ করবেন না এটা আশা করাই যায়। জানা গেছে, আগামী ঈদে টিউবলাইট ছবিটি মুক্তি পাবে।

এনই/এইচএন/জেআইএম

আরও পড়ুন