ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য মারদানি

প্রকাশিত: ০১:০১ পিএম, ২০ আগস্ট ২০১৪

রানী মুখার্জি অভিনীত যশ রাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা মারদানি সিনেমাটি তারাই দেখতে পারবে যাদের বয়স আঠার বছর পার হয়েছে। এমনি-ই  নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সিনেমা বোর্ড। যশ রাজ ফিল্মসের প্রথম সিনেমা হিসেবে প্রাপ্তবয়স্কদের তকমা পেল এ সিনেমাটি। খবর হিন্দুস্তান টাইমসের

এ চলচ্চিত্রটিতে বেশ কিছু রগরগে দৃশ্যে থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এ ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে ধর্ষণের পর সম্পূর্ণ নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ে। আর ছুরি দিয়ে নগ্ন মেয়েটির শরীরে নির্যাতন করছে ছবিটির খলনায়ক।

এ ছাড়া সিনেমাটির বেশ কয়েকটি দৃশ্য কাটছাটও করতে হয়েছে। তারমধ্যে একটি দৃশ্য যেখানে একজন রাজনৈতিক নেতা বলছেন, আামার সবচেয়ে বড় শখ হচ্ছে ধর্ষণ করা। এরকম বেশ কয়েকটি দৃশ্য বাদ দেয়ার পরও ‘প্রাপ্তবয়স্ক’ সিনেমার তকমা পেয়ে ক্ষুব্ধ রানী মুখার্জি ও উদয় চোপড়া।

একটি সিনেমাকে এভাবে মূল্যায়ন করা হলে ভবিষ্যতের সিনেমাগুলোর শিল্পগুণ নষ্ট হয়ে যেতে পারে বলে মত প্রকাশ করেছেন চলচ্চিকত্র নির্মাতারা।