ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রিমিয়ারে প্রশংসিত ‘পোস্ট গ্র্যাজুয়েট’

প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক পোস্ট গ্র্যাজুয়েট-এর জমকালো এক প্রিমিয়ার অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিনেপ্লেক্সে। বহুল আলোচিত গ্র্যাজুয়েট নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে নির্মিত এই সিরিয়ালটি প্রিমিয়ারে দারুণভাবে প্রশংসিত হয়।

কমেডিনির্ভর এই নাটকটির প্রিমিয়ারের সময় উপস্থিত সবাই বুকে খিল ধরে হেসেছেন! একইসঙ্গে উপস্থিত সবাই পোস্ট গ্র্যাজুয়েট-এর নির্মাতা, শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন।

স্যাভলন নিবেদিত পোস্ট গ্র্যাজুয়েট একটি তারকাবহুল নাটক। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, মিশু সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, আরফান আহমেদ, আশা, হাসান মাসুদ, তাসনুভা তিশা, সোহেল খান, শাহানাজ খুশী, সিদ্দিকুর রহমান, বাবর, আমিরুল হক প্রমুখ।

grll
প্রিমিয়ার অনুষ্ঠানে পোস্ট গ্রাজুয়েট নাটকটি নিয়ে নির্মাতা রাজ বলেন, সর্বাত্মক চেষ্টা করেছি গ্রাজুয়েট-এর সিক্যুয়ালে পোস্ট গ্রাজুয়েট নাটকটি দর্শকদের যাতে ভালো লাগে সেজন্য। আগে নাটকের সঙ্গে এর গল্পটাও ব্যতিক্রম। সবমিলিয়ে এই সিরিয়ালটি কমেডি দিয়েই হিট হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

যোগ করে তিনি বলেন, আশা করবো চ্যানেল কর্তৃপক্ষ বিজ্ঞাপনের রেশিও কমিয়ে দর্শকদের ধরে রাখার ব্যবস্থা করবেন।

প্রিমিয়ার অনুষ্ঠানে নির্মাতা রাজ ছাড়াও আরও উপস্থিত ছিলেন এনটিভির হেড অব প্রোগ্রাম মুস্তাফা কামাল সৈয়দ। তিনি বলেন, কমেডি নাটক দর্শকদের ভালো লাগে তখনই যখন সেটার নির্মাণ সূক্ষ্ম হয়। পোস্ট গ্র্যাজুয়েট নাটকটি সূক্ষ্মভাবে নির্মাতা রাজ নির্মাণ করেছেন। আশা করছি এই নাটকটি প্রচারের পর দর্শকরা সাদরে গ্রহণ করবেন।

grll
চঞ্চল চৌধুরী বলেন, এখন অনেকটা নাটকের অচল অবস্থা চলছে। তারমধ্যে এই নাটকটি আবার নাটকের সচল অবস্থা ফিরিয়ে আনতে কিছুটা হলেও সহায়তা করবে। নতুন আয়োজনে পরিবারের সবাইকে নিয়ে পোস্ট গ্রাজুয়েট নাটকটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের যৌথ রচনায় পোস্ট গ্র্যাজুয়েট নাটকটি ২৩ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

এনই/বিএ