ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গর্ভবতী হওয়ার শারীরিক গঠন হয়নি: সানি লিওন

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

শারীরিক দিক থেকে এখন গর্ভবতী হওয়ার সময় নয় দাবি করে এখনই সন্তান নিতে চান না সাবেক পর্ন তারকা সানি লিওন।

তিনি আরও বলেন, ‘আমি সন্তান চাই। কিন্তু এই মুহূর্তে নিজের শরীরকে এক বছর পিছিয়ে দিতে চাই না।’ ২০০৯ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন ৩৩ বছর বয়সী সানি লিওন।

তিনি জানান, তার স্বামীও এখন হিন্দি শিখছেন সিনেমায় ক্যারিয়ার গড়ার জন্য।

‘ও এখন হিন্দি শিখছে এবং প্রতিদিনই নিরলসভাবে হিন্দিতে কথা বলার অনুশীলন করে। আমি তাকে কোনো পরামর্শ দিই না। আমি চাই অভিজ্ঞতাটি সে নিজেই উপভোগ করুক। তবে আমি তাকে উদ্বুদ্ধ করি এ ব্যাপারে।’

খুব শিগগিরই মুক্তি পাবে সানি অভিনীত দুই সিনেমা ‘এক পাহেলি লিলা’ এবং ‘কুছ কুছ লোচা হ্যায়’।

একে/আরআই