কলকাতার ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন জয়া আহসান
অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয় করে নতুন করে আলোচিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এই ছবির জন্য `বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭` প্রতিযোগিতায় সেরা নায়িকা বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া।
মঙ্গলবার বিকেলে জয়া আহসান তার ফেসবুক পেইজে এই সুখবরটির একটি লিংক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন `ভোট ফর মি`; (আমাকে ভোট দিন)।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী (ছবি- বেঁচে থাকার গান), পাওলি দাম (ছবি- ক্ষত), রাইমা সেন (ছবি- মনচোরা), ঋতুপর্ণা সেনগুপ্ত (ছবি- প্রাক্তণ) আর স্বস্তিকা মুখার্জি (ছবি- সাহেব বিবি গোলাম)।
এ প্রসঙ্গে জয়া বলেন, `চূড়ান্ত মনোনয়নের খবরটি আমি আজ সকালেই জেনেছি। এখন দর্শকদের ভোটে চূড়ান্ত ফলাফল হবে।`
২৫ ফেব্রুয়ারি ভারতের কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হবে `বাংলা ফিল্মফেয়ার পুরস্কার-২০১৭ প্রদান অনুষ্ঠান।
জয়া বলেন, ওই সময় নিজের কিছু প্রয়োজনে তিনি কলকাতায়ই থাকবেন। হয়তো যোগ দিতে পারেন এই অনুষ্ঠানেও।
এর আগে ২০১৪ সালে অরিন্দম শীলের `আবর্ত` ছবির জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন।
জয়া বর্তমানে মাহমুদ দিদার পরিচালিত `বিউটি সার্কাস` নামের একটি ছবির কাজ করছেন। ছবিতে তার নায়ক ফেরদৌস।
এনই/জেএইচ/জেআইএম