ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ডিভোর্স নিয়ে যা বললেন হাবিব

প্রকাশিত: ১০:০৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের দাম্পত্য জীবনে ডিভোর্স হয়ে গেছে। তার স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে মিউচ্যুয়ালি ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন হাবিব।  

নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) ডিভোর্স নিয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে হাবিব লেখেন, ‘আমি একটি খবর সবার সাথে শেয়ার করতে চাই। গত ১৯ জানুয়ারি দুর্ভাগ্যক্রমে আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়। আসলে মানুষের পারস্পরিক সম্পর্কে টানাপোড়নের ঘটনা নতুন কিছু নয় এবং আমাদের ক্ষেত্রেও এর বেতিক্রম কিছু নয়।’

আরো লেখেন, ‘বিগত ৫ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই এবং ক্রমে বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন এবং একপর্যায়ে আমরা দুজনেই এটা উপলব্ধি করি যে আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দুই জনের উভয় শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য সবচাইতে উত্তম সমাধান।’

হাবিব-রেহানের সংসারে ছিল একমাত্র পুত্রসন্তান আলীম ওয়াহিদ। ছেলের প্রসঙ্গে তুলে হাবিব লেখেন, ‘আমাদের একটি পুত্র সন্তান আছে যার নাম আলীম ওয়াহিদ এবং অবশ্যই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি সবসময় চাইবো আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।’

সবশেষে হাবিব সকলের উদ্দেশ্যে তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি সবাইকে বিনীত অনুরোধ করবো এই বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য। কারণ দুঃখজনক হলেও মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতেই পারে।’

উল্লেখ্য, শিল্পী জীবনের প্রথমে ২০০৩ সালে লুবিয়ানা নামের এক নারীর সঙ্গে প্রেম করে প্রথম বিয়ে করেন হাবিব ওয়াহিদ। কিছুদিন পর সেই সংসার ভেঙে যায়।

তারপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক সিদ্ধান্তে হুট করে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন।   

এনই/এলএ

আরও পড়ুন