ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নিবিড় পর্যবেক্ষণে তাপস পাল

প্রকাশিত: ০৮:২০ এএম, ২০ আগস্ট ২০১৪

কলকাতার বিশিষ্ট অভিনেতা ও তৃণমূল সাংসদ তাপস পাল অসুস্থ হয়ে এখন কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে তাপস পাল অসুস্থ বোধ করায় কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। রাতেই তার এমআরআই করা হয়।

এমআরআই রিপোর্টে দেখা যায়, তার মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণ বা মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে। চিকিৎসকেরা তাপস পালকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বেলভিউ নার্সিং হোমের চিকিৎসকরা।

গত জুন মাসে নদীয়ার চৌমাহায় নারী সমাজকে নিয়ে বেফাঁস মন্তব্য করে গোটা দেশে তীব্র সমালোচনার মুখে পড়েন তাপস পাল। তার সংসদ পদ বাতিলের দাবিতে আন্দোলনও শুরু হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলা এখনো চলছে।