ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন সদস্যের তালিকা প্রকাশ করলো বাচসাস

প্রকাশিত: ১০:১৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যনির্বাহী কমিটি নতুন সদস্যের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। বুধবার ১৫ ফেব্রুয়ারি রাতে এই নাম প্রকাশ করা হয়।

‘বাচসাস’ সভাপতি আবদুর রহমান বলেন, “গত কয়েক বছরে বিনোদন সাংবাদিকতার প্রসার লাভ করেছে। প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, রেডিওসহ গণমাধ্যম থেকে আবেদনপত্র বাছাই করে ১৪২ জনকে স্থায়ী সদস্যপদ দেয়া হয়। সেই সাথে এর আগের কমিটির বাছাইকৃত ৩৪ জনকেও চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। আমরা আশা করছি নবীন ও প্রবীণের মিলনমেলায় আরো গতিশীল হবে ‘বাচসাস’।”

 সদস্যদের নামের তালিকা (পূর্বকৃত)

১. শিশির আহমেদ- দৈনিক ডেসটিনি; ২. আলমগীর হোসেন- দৈনিক ডেসটিনি; ৩. ফিরোজ কবির শাওন- সাপ্তাহিক জনতার নিঃশ্বাস; ৪. সুমন চৌধুরী- দৈনিক আমাদের সময়; ৫. ফারুক হোসেন- পাক্ষিক বিনোদন বিচিত্রা; ৬. জিয়াউদ্দিন সেলিম- পাক্ষিক তারকালোক; ৭. লিমন আহমেদ- পাক্ষিক বিনোদন; ৮. মো. তারেক- পাক্ষিক আনন্দ আলো; ৯. তোফাজ্জল লিটন- বিডিনিউজ ২৪.কম; ১০. শেখ সামিরা আক্তার- দৈনিক দিনের শেষে; ১১. আল ইহসান- দৈনিক সমাচার; ১২. রেজাউল হক রেজা- পাক্ষিক আনন্দ আলো; ১৩. ইসরাফিল শাহীন- একুশে টিভি; ১৪. আবু সুফিয়ান- দৈনিক আমাদের সময়; ১৫. মাজহারুল ইসলাম মাসুম- একাত্তর টিভি; ১৬. মিলাদ বড়ভূইয়া- সাপ্তাহিক জনতার নিঃশ্বাস; ১৭. ইরানী বিশ্বাস- সাপ্তাহিক জনতার নিঃশ্বাস; ১৮. সুশীল চন্দ্র দাস- পাক্ষিক তারকা কাগজ; ১৯. রেজাউর রহমান রিজভী- দৈনিক জনকণ্ঠ; ২০. আওরঙ্গজেব- পাক্ষিক তারকা কাগজ; ২১. আতাউর রহমান- ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস; ২২. মঈন আবদুল্লাহ-  দৈনিক সমকাল; ২৩. শাহীন হোসেন– এফএনএস; ২৪. কাজী দ্বীন মোহাম্মদ- পাক্ষিক তারকা কাগজ; ২৫. শামীম আহমেদ- সাপ্তাহিক প্রতিচিত্র; ২৬. মোল্লা তারেকুজ্জামান- সাপ্তাহিক প্রতিচিত্র; ২৭. সৈয়দ ইকবাল- পাক্ষিক আনন্দ আলো; ২৮. নূরুল হক- দৈনিক যায়যায়দিন; ২৯. মু. নাছিবুর রহমান খান- সাপ্তাহিক আজকের সূর্যোদয়; ৩০. কামাল কবীর- সাপ্তাহিক জনতার নিঃশ্বাস; ৩১. বেগম আশতারা জাহান- পাক্ষিক তারকালোক; ৩২. শাহানূর বেগম- পাক্ষিক অঞ্জলি; ৩৩. ফারুক মজুমদার- দৈনিক আমাদের সময়; ৩৪. ইশরাত জাহান স্বর্ণা- পাক্ষিক অঞ্জলি।

বর্তমানকৃত :

৩৫. মোহাম্মদ তৌহিদুল ইসলাম- দ্য পেজেস; ৩৬. সাঈদা ফেরদৌসী-পাক্ষিক অন্যদিন; ৩৭. আলী আফতাব ভূইঞা- দৈনিক বাংলাদেশ প্রতিদিন; ৩৮. মো. ইউনুছ আলী- সাপ্তাহিক আনন্দ চিত্র; ৩৯. নাজমুল আহসান তালুকদার- আইরিপোর্ট২৪.কম; ৪০. রাহাত সাইফুল- রাইজিংবিডি.কম; ৪১. মনোয়ার হোসেন মুন্না- পক্ষিক বিনোদনধারা; ৪২. রশীদ নিউটন- গানবাংলা টিভি; ৪৩. রোকসানা আমিন- চ্যানেল আই; ৪৪. রাজীব চন্দ্র দাস- চ্যানেল আই; ৪৫. এ কে আজাদ- চ্যানেল আই; ৪৬. আলমগীর কবির- দৈনিক নয়া দিগন্ত; ৪৭. পাভেল রহমান- ডেইলি অবজারভার; ৪৮. শামীমা চৌধুরী- পিআইবি; ৪৯. মোস্তাফিজুর রহমান মিন্টু- মাসিক বেতার বাংলা; ৫০. তৃষা আক্তার- পাক্ষিক আনন্দভুবন; ৫১. প্রশান্ত অধিকারী- পাক্ষিক আনন্দভুবন; ৫২. মো. আলমগীর কবির- সাপ্তাহিক তারকা ৫৩. এস এম আবু সাঈদ- দৈনিক আজকের সংবাদ ৫৪. মোঃ আবুল হোসেন- দৈনিক আজকের সংবাদ ৫৫. জিয়াদুর রহমান জিহাদ- একুশে সংবাদ.কম ৫৬. মুহম্মদ আকতার হোসেন– আরটিভি ৫৭. দীপঙ্কর দীপক- দৈনিক যায়যায়দিন ৫৮. অনন্যা রুমা- চ্যানেল আই ৫৯. এ কে এম নিজামুল হক ইফতি- বিজয় টিভি ৬০. এস এম নাসির- চ্যানেল আই ৬১. পান্থ আফজাল- দৈনিক বাংলাদেশ প্রতিদিন ৬২. তামান্না জেনিফার-এনটিভি ৬৩. মোঃ জাকির হোসেন- পাক্ষিক আনন্দভুবন ৬৪. লিপু খন্দকার- দৈনিক  বাংলাদেশ সময় ৬৫. নাহিয়ান ইমন- জাগোনিউজ২৪.কম ৬৬. এ এস এম হানিফ- সাপ্তাহিক চিত্রজগত  ৬৭. ফয়েজ আহমেদ- দৈনিক সংবাদ ৬৮. আমিনুল ইসলাম রাজু- চ্যানেল আই ৬৯. তানজিল আহমেদ জনি- বিডিনিউজ২৪.কম ৭০. মাহতাব হোসেন- দৈনিক কালের কণ্ঠ ৭১. রফিকুল ইসলাম- আজকের বিনোদন ৭২.আইয়ুব আকন্দ- দৈনিক আমার বার্তা ৭৩. মাসুম আহাম্মদ- আজকের বিনোদন ৭৪. আলী হোসেন রাকিব- দৈনিক আমার দেশ ৭৫. হাসান হাফিজ- দৈনিক আমার দেশ ৭৬. আলাউদ্দিন মজিদ-দৈনিক  বাংলাদেশ প্রতিদিন ৭৭. অপূর্ব কুমার পন্ডিত- আমার হেলথ.কম ৭৮. জি এম মাসুদ ঢালী- মাইটিভি ৭৯. আরশাদ হোসেন- পাক্ষিক বিনোদন ৮০.বাবুল হৃদয়- বৈশাখী নিউজ.নেট ৮১. এইচ এম খান রাফি– সাপ্তাহিক আনন্দ চিত্র ৮২. জাহিদ আকবর- ডেইলি স্টার ৮৩.জাকির হোসেন- আজকের সংবাদ ৮৪.মিজানুর রহমান হিরো- সাপ্তাহিক বিনোদনচিত্র ৮৫. ইশরাত শিউলী- পাক্ষিক ছায়ালোক ৮৬. দাউদ হোসাইন রনি- দৈনিক কালের কন্ঠ ৮৭. রেশমা তোহা- দৈনিক আজকের প্রভাত ৮৮. মুশতাক আহাম্মদ লিটন- এবিনিউজ২৪.কম ৮৯. কুদ্দুস আফ্রাদ- আনন্দবাজার পত্রিকা ৯০. জোবায়ের রহমান চৌধুরী- দৈনিক আজাদী ৯১. লুৎফর রহমান খান- সাপ্তাহিক চিত্রজগত ৯২. রুদ্র মাহফুজ- পাক্ষিক বিনোদন ৯৩. মোহাম্মদ মনজুর কাদের জিয়া- দৈনিক প্রথম আলো ৯৪. নূরুল আমিন পাটোয়ারী- এশিয়ান টিভি ৯৫. সুদীপ্ত কুমার- এশিয়ান টিভি ৯৬.সামসুল হুদা- জনতার নিউজ২৪.কম ৯৭. আমিনুর ইসলাম লিটন- মাসিক শিল্পবাংলা ৯৮. আহমেদ তেপান্তর (আউয়াল)-   দৈনিক আমার দেশ  ৯৯. শরিফুল ইসলাম মাসুদ- মাসিক  বর্ণালী ১০০. রূপম ভট্রাচায- দৈনিক বাংলাদেশ সময় ১০১. আলম কিরন- সাপ্তাহিক সিনেকন্ঠ ১০২. জুমাতুল বিদা- চ্যানেল২৪ ১০৩. তাহমিনা আক্তার- এসএ টিভি ১০৪. মোঃ আবুল কালাম আজাদ- সাপ্তাহিক ছায়ালোক ১০৫. আবেগ রহমান- দৈনিক ভোরের পাতা ১০৬. মাসুদা খাতুন- চ্যানেল২৪ ১০৭. মোঃ রেজওয়ানুল কবির- দেশ টিভি ১০৮. বুলবুল আহমেদ জয়- একাত্তর টিভি ১০৯. ইয়াসিফ আকবর- ইন্ডিপেনডেন্ট টিভি ১১০. নিপু বড়ুয়া- পূর্বপশ্চিমবিডি.নিউজ ১১১.ফয়সাল সিদ্দিকী- ইনডিপেনডেন্ট টিভি ১১২. রবিন শামস্- ইন্ডিপেনডন্ট টিভি ১১৩. মাহমুদুল হাসান- মাই টিভি ১১৪. সাকিব হাসান শুভ- যমুনা টিভি ১১৫. এস এম হুমায়ুন কবির- মাছরাঙা টিভি ১১৬. মোঃ সালাহ উদ্দিন- দৈনিক মানবকন্ঠ ১১৭. আশরাফুল ইসলাম রানা- দৈনিক ভোরের কাগজ ১১৮.  শ্রাবণী হালদার- দৈনিক ভোরের কাগজ ১১৯. জিল্লুর কামাল- দৈনিক ভোরের কাগজ ১২০. মোঃ এমদাদুল হক মিল্টন- দৈনিক সকালের খবর ১২১.শফিকুল ইসলাম- দৈনিক দিনকাল ১২২. মোঃ শফিকুর রহমান মিঠু- দৈনিক ভোরের কাগজ ১২৩. এস এম মুন্না মিয়া- দৈনিক সমকাল ১২৪. সুকান্ত হালদার মিঠু- প্রিয়.কম ১২৫. শেখ রাজিয়া সুলতানা- দৈনিক বর্তমান ১২৬. হাফিজ রহমান- পাক্ষিক সিনেভিশন ১২৭. আবুল কালাম- দৈনিক নয়াদিগন্ত     ১২৮. সৈয়দ তারিক মাহমুদ- পাক্ষিক অন্যলোক ১২৯. কমল চৌধুরী- দৈনিক নওরোজ ১৩০. জেসমিনা খাতুন- সাপ্তাহিক ছায়ালোক ১৩১. লিপিকা সরকার লিপি- সাপ্তাহিক ছায়ালোক ১৩২. রাফি হোসেন- ডেইলি স্টার ১৩৩. আবদুল্লাহ আল আমিন রুবেল- ডেইলি স্টার ১৩৪. কাদের গনি চৌধুরী- দৈনিক আমার দেশ  ১৩৫. সৌরভ হাসান সোহাগ- পাক্ষিক বিনোদনধারা ১৩৬. এস এম মিজানুর রহমান- এসএ টিভি ১৩৭. মীর সামী- দৈনিক সমকাল ১৩৮. সৈয়দ মোঃ তানভীর তারেক- দৈনিক ইত্তেফাক ১৩৯. মিরাজ মিজু- একুশে টিভি ১৪০. হাসান তারিকুল ইসলাম- মাসিক ক্যানভাস ১৪১. মাহফুজুর রহমান-  সাপ্তাহিক ঢালিউড ১৪২. হুমায়ুন কবির খোকন- দৈনিক আমাদের সময় ১৪৩. গোলাম বারী ইউনুছ- দৈনিক অর্থনীতির খবর ১৪৪. ইমতিয়াজুর রহমান- পাক্ষিক অন্যদিন ১৪৫. ছানাউল কবির চৌধুরী- পাক্ষিক অন্যদিন ১৪৬. মোহাম্মদ আমিনুল হক রাশেদ- একাত্তর টিভি ১৪৭. মোহাম্মদ জাহিদুল ইসলাম- এশিয়ান এজ ১৪৮. সোহেল আহসান- বিডিনিউজ২৪.কম ১৪৯. আবু হোরায়রা মুরাদ- আরটিভি অনলাইন.কম ১৫০. শামসুল হক রাসেল- দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৫১. পল্লব শাহরিয়ার- এশিয়ান টিভি ১৫২. রাহনুমা শর্মী- পাক্ষিক আনন্দধারা ১৫৩. শাহরিয়ার কবির হিমেল- ডেইলি স্টার ১৫৪. পারভেজ আহমেদ- সাপ্তাহিক ঢালিউড ১৫৫. সালাম ফারুক- জিটিভি ১৫৬. জাহাঙ্গীর কবির রোকন- জিটিভি ১৫৭. এফ আই দিপু- দৈনিক যুগান্তর ১৫৮. মহিউদ্দিন শিবলী- দেশ টিভি ১৫৯. সেরাজুম মুনিরা- জিটিভি ১৬০. হোমায়ারা মাহমুদা ফারুকী-জিটিভি ১৬১. ইসমাইল হোসাইন জুয়েল- জিটিভি ১৬২. সনজয় দাস- একাত্তর টিভি ১৬৩. সানজিদা শারমিন সোভা- সাপ্তাহিক বাংলা বিচিত্রা ১৬৪. মাহবুব রেজা- দৈনিক জনকন্ঠ ১৬৫. সুলতান আহমেদ- মাসিক  শিল্পবাংলা ১৬৬. মোঃ আলমগীর হোসাইন- দেশ টিভি ১৬৭. আনোয়ার হোসেন- দেশ টিভি ১৬৮. আদিত্য শাহীন- চ্যানেল আই ১৬৯. লাইলা খালেদা- ক্রিটিক্স ১৭০. মিরাজুল মইন জয়- নিরাপদ নিউজ.কম ১৭১. রহমান মুস্তাফিজ- মোহনা টিভি ১৭২. আহমেদ মুশফিকা নাজনীন- একুশে টিভি  ১৭৩. বেলায়েত হোসেন- দৈনিক মুক্তখবর ১৭৪. ফরিদুল হাসান- পাক্ষিক তারকা কন্ঠ ১৭৫. বিশ্বজিৎ দত্ত- দৈনিক আমাদের অর্থনীতি ১৭৬. দুলাল আহমেদ চৌধুরী- দৈনিক আমাদের অর্থনীতি।

‘বাচসাস’ সব  সদস্যকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দ্বি-বার্ষিক চাঁদা ২৪০ টাকা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। শুক্রবার ব্যতীত প্রতিদিন আলী ভবন, ৯ রাজউক এভিনিউ (দশম তলা), মতিঝিল, ঢাকায় চাঁদা গ্রহণ করা হবে। 

এনই/জেআইএম

আরও পড়ুন