ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভুলতে পারেন না জেরিন

প্রকাশিত: ০৬:৫১ এএম, ০২ এপ্রিল ২০১৫

দীর্ঘ সময় পর আবারও চলচ্চিত্রে ফিরছেন আলোচিত নায়িকা সারা জেরিন। `ভুলতে পারি না তারে` নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। সারা জেরিন বলেন, `অনেকদিন অভিনয়ের বাইরে ছিলাম। মূলত পরিবার ও পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। এখন থেকে নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করবো। কারণ যাই করিনা কেন মনটা তো এখানেই পরে থাকে।`

এই ছবিতে নায়ক হিসেবে থাকছেন বাপ্পি ও আনিসুর রহমান মিলন। সব শিল্পীদের শিডিউল পেলে খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা জাকির হোসেন রাজু।

এএ