ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

তৌকিরের গল্পে মাহফুজ-বিপাশা

প্রকাশিত: ১০:৫৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

জনপ্রিয় টিভি অভিনেতা তৌকির আহমেদ। আজকাল অভিনয়ে তেমন নিয়মিত নন। তবে পরিচালক হিসেবে তাকে মাঝেমধ্যেই হাজির হতে দেখা যায় টিভির পর্দায়।

পাশপাশি চিত্রনাট্যকার হিসেবেও খ্যাতি রয়েছে তার। সম্প্রতি নির্মাণ করা হলো টেলিফিল্ম ‘জ্যোৎস্না ও জল’। তৌকির আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান।

এতে দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করেছেন নাট্য জগতের দুই নক্ষত্র বিপাশা হায়াত ও মাহফুজ আহমেদ।

এছাড়াও নাটকটিতে রয়েছেন তারিন, হিল্লোল, আবুল হায়াত, মাসুদ আলী খান, ডলি জহুরসহ একঝাঁক তারকা।

পরিচালক জানালেন, ‘নারী জীবনের দারুণ এক অধ্যায় মাতৃত্ব। সেই মাতৃত্বকে ঘিরে আমাদের আধুনিক সমাজেও কতো রকমের কুসংস্কার, অন্যায় ভাবনা। কেমন করে একজন নারীর ভালোবাসার দাম্পত্যে নেমে আসে বেদনার জোৎস্নাধারা। তারই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই টেলিফিল্মে।’

জোৎস্না ও জলের কাহিনীতে দেখা যাবে, জ্যোৎস্নার বিয়ে হয়েছে পাঁচ বছর। স্বামী তাজু আর শ্বশুর শ্বাশুড়ীকে নিয়ে তার দিন সুখেই কাটছিল। কিন্তু শ্বশুর শ্বাশুড়ী বংশধরের চিন্তায় প্রায়ই জ্যোৎস্নার অপারগতার কথা তুলে ছেলে তাজুকে অস্থির করে তোলে। তারা তাজুকে দ্বিতীয় বিয়ের কথা বলে। তাজু বউকে খুবই ভালবাসে। তাকে নিয়ে গঞ্জে সিনেমা দেখতে যায়, নৌকা দিয়ে গাঙে ঘুরতে যায়। হঠাৎ করেই অসুস্থ বাবার অনুরোধে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়ে যায় তাজু। পাত্রী পাশের গ্রামের অভাবী ঘরের মেয়ে পারুল। চোখের জলে বুক ভাঙে জ্যোৎস্নার। কিন্তু স্বামীকে সে ভালোবাসে। তাই অশ্রু লুকিয়ে সে নতুন বউয়ের বাসর সাজায়। কিন্তু পারুলের ব্যবহার দিন দিন রূঢ় হতে থাকে। শেষ পর্যন্ত জ্যোৎস্না আর পেরে উঠে না। ফিরে আসে বাপের বাড়ি। মেয়ের অপমানের প্রতিবাদ করে জ্যোৎস্নার বাবা তালাকের সিদ্ধান্ত নেয়। কিন্তু ততক্ষনে জ্যোৎস্না নিজের মধ্যে অনুভব করে নতুন মানুষের আনাগোনা! জোৎস্না অন্ত:সত্ত্বা।’

হৃদয় নাড়া দেয়ার মতো গল্প নিয়ে তৈরি টেলিফিল্মটি এনটিভিতে প্রচার হবে শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে।

এলএ/পিআর