ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাজ কাপুরকে নিয়ে চলচ্চিত্র বানাবেন রণবীর

প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৯ আগস্ট ২০১৪

দাদা রাজ কাপুরকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাবেন `বরফি` তারকা রণবীর কাপুর। সম্প্রতি `শুরুয়াত কা ইন্টারভেল` নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন রণবীর। সেখানে তিনি বলেন, `আমার দাদাকে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে চাই আমি। তার জীবনটা ছিল অনেক আনন্দময় ও আকর্ষণীয়। আমার ধারণা, তার জীবনী নিয়ে চলচ্চিত্র বানালে অনেক ভালো হবে।`

হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল অভিনেতা প্রয়াত রাজ কাপুর। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। ১৯৩৫ সালে মুক্তি পাওয়া `ইনকিলাব` ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন রাজ কাপুর। রাজ কাপুর অভিনীত ও পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে `শ্রী ৪২০` (১৯৫৫), `মেরা নাম জোকার` (১৯৭০), `আগ` (১৯৪৮), `বারাসাত` (১৯৪৯), `আওয়ারা` (১৯৫১) ও `সঙ্গম` (১৯৬৪)। এ ছাড়া `ববি` (১৯৭৩), `সত্যম শিবম সুন্দরম` (১৯৭৮), `রাম তেরি গঙ্গা মাইলি` (১৯৮৫) ছবির পরিচালক ছিলেন রাজ কাপুর।