ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এপ্রিলেই অমৃতার দুই ছবি (ছবি ও ভিডিও)

প্রকাশিত: ০৪:৩৫ এএম, ৩০ মার্চ ২০১৫

শুধু এপ্রিল মাসেই মুক্তি পাচ্ছে আলোচিত চিত্রনায়িকা অমৃতা খানের দুই ছবি। ছবি দুটি হলো ওয়াজেদ আলী সুমন পরিচালিত `পাগলা দিওয়ানা` ও ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত `গুণ্ডা দ্য টেরোরিস্ট`।



এর মধ্যে `পাগলা দিওয়ানা` মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল আর ``গুণ্ডা দ্য টেরোরিস্ট`` মুক্তি পাবে ১০ এপ্রিল। অর্থাৎ এপ্রিলের প্রথম দুই সপ্তাহেই প্রেক্ষাগৃহে থাকছেন তিনি।



এ প্রসঙ্গে অমৃতা বলেন, `এটা আমার ক্যারিয়ারে বিশাল একটি পাওয়া। আমি আশাবাদী দুটি ছবিতেই আমার অভিনয় দর্শকদের মনজয় করবে।`



এএ