ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাংলাদেশের সিনেমায় পরমব্রত

প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৮ মার্চ ২০১৫

টালিগঞ্জের মেধাবী অভিনেতা, চিত্রনাট্যকার ও চিত্র নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার করা অভিনয়ে যেমন মুগ্ধ দুই বাংলার দর্শক, তেমনি তার সংলাপ আর পরিচালনার মুন্সিয়ানারও প্রশংসা করেন সবাই।

সবকিছু ঠিক থাকলে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এবার বাংলাদেশি ছবিতে স্ব-শরীরেই হাজির হতে যাচ্ছেন তিনি। ক্রীড়াসাহিত্যিক মতি নন্দীর গল্প নিয়ে বাংলাদেশের বিখ্যাত পরিচালক অনিমেষ আইচের পরিচালনায় এই ছবির নাম ‘জলের ঘূর্ণি ও বকবক’। এ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে পরমব্রত অভিনয় করতে পারেন বলে জানিয়েছেন অনিমেষ আইচ।

অনিমেষ আইচের ছবিতে পরমব্রতের কাজ করা নিয়ে শনিবার কলকাতার পত্রিকায় নিউজ প্রকাশ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অনিমেষ আইচ জাগোনিউজকে বলেন, ‘এখনও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শুধু স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা হয়েছে। জানিনা শেষ পর্যন্ত কী হবে। আসলে এক দেশের অভিনতো অন্য দেশে কাজ করতে এলে রাষ্ট্রীয়ভাবেও কিছু ঝামেলা ফেস করতে হয়।’

তিনি আরো বলেন, ‘এ ছবির কোন পাত্র পাত্রীই ঠিক করা হয়নি। আরো কিছুটা সময় লাগবে। সবকিছু গুছিয়ে এনে আমরাই সংবাদ সম্মেলন করে এ ছবির বিষয়ে ঘোষণা দিবো।’

এদিকে পরমব্রত শেষ করেছেন পরিচালক সুমন ঘোষের ‘কাদ ম্বরী’ ও কৌশিক ঘোষের ‘সিনেমাওয়ালা’ ছবির কাজ।

এলএ/পিআর