ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মোমেনা চৌধুরীর লাল জমিনের ৮০তম মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৮ মার্চ ২০১৫

জনপ্রিয় মঞ্চ নাটক ‘লাল জমিন’ নতুন মাইলফলক ছুয়ার অপেক্ষায়। শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শূন্যন রেপার্টরি প্রযোজনায় এই নাটকটির ৮০তম প্রদর্শনী হতে যাচ্ছে।

মুক্তিযুদ্ধভিত্তিক এই বিশেষ নাটকটিতে একক অভিনয় করবেন মোমেনা চৌধুরী।

মান্নান হীরার রচনায় লাল জমিনের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটির নেপথ্যে আছেন- ওয়াহিদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।

মোমেনা চৌধুরী জানান, যুদ্ধ ও যুদ্ধ-উত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতার নাট্যপ্রকাশ ‘লালজমিন’। ২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর দেশে-বিদেশে নাটকটির ৭৯টি মঞ্চায়ন হয়েছে।  

এক নজরে মোমেনা চৌধুরীর মঞ্চভ্রমণ
শিল্প-সংস্কৃতির অঙ্গনে মোমেনা চৌধুরী যাত্রা শুরু করেন নব্বই দশকের মাঝামাঝি সময়ে। শুরুর দলটি ছিল বগুড়ার বিখ্যাত দল ‘ইয়থকয়ার’। এরপর ১৯৮৬ সালে বগুড়া থিয়েটারে যোগ দিয়ে শুরু করেন মঞ্চ অভিনয়। এরপর গাজীপুরে এসে তিনি ‘অবশিষ্ট মঞ্চায়ন পরিষদে’ যোগ  দেন।

কেবল থিয়েটারে যোগ দিয়ে অভিনয়ই নয়, বরং আরো ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার। এ কারণে ঢাকার বিভিন্ন দলের খ্যাতিমান অভিনেতা ও নির্দেশকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন। এদের মধ্যে ছিলেন মামুনুর রশীদ, মাসুদ আজিজ, মান্নান হীরা, গোলাম সরোয়ারসহ অনেকে। তারা সকলেই তাকে অনুপ্রাণিত করেন।

১৯৯১ সালে আরণ্যক নাট্যদলে কাজ শুরু করেন। গত ২৪ বছরে আরণ্যক নাট্যদলের হয়ে বহু মঞ্চসফল নাটকে অভিনয় করেছেন। বর্তমানে আরণ্যক নাট্যদলে কাজ করার পাশাপাশি রিপার্টরি থিয়েটার ‘শুন্যন’ পরিচালনা করছেন। শুনএর ‘লাল জমিন’ নাটকে একক অভিনয় করছেন তিনি।

এলএ/এমএস