ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভালোবাসা দিবসে বাবা-ছেলের ভালোবাসা

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

সাফল্যের ধারাবাহিকতায় প্রাণ ফ্রুটোর আয়োজনে এবারও নির্মিত হচ্ছে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ২’ সিরিজের নতুন স্বল্পদৈর্ঘ্যটি হচ্ছে ‘মেডেল’।

দর্শকের গল্পে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, মিনু এবং মনিরা ইউসুফ মেমী।

এই স্বল্পদৈর্ঘ্যটি প্রসঙ্গে অ্যালেন জাগো নিউজকে বলেন, গত বছর প্রাণের সৌজন্যে ‘ফেরা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছিলাম। হিউজ রেসপন্স ছিল ওই কাজটিতে। এবারের গল্পটিও বেশ হৃদয়ছোঁয়া। আশা করছি এই কাজটিও ভালো হবে।

নির্মাতা রাজ বলেন, আমাদের বেশিরভাগ পরিবারে দেখা যায়, বাবা-ছেলের মধ্যে একটা বিস্তর গ্যাপ থাকে। আবার মা-ছেলের ঘনিষ্ঠতা বেশি থাকে। ছেলে দোষ-ত্রুটির জন্য মাকে বাবার কাছ থেকে নানান কথা শুনতে হয়। কিন্তু বাবা-ছেলের ভালোবাসাটা অদৃশ্য থাকে। এই অদৃশ্য ভালোবাসাটাইকে মেডেল স্বল্পদৈর্ঘ্যে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রাণ বেভারেজের ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন বলেন, প্রথমবার লাভ এক্সপ্রেসের স্বল্পদৈর্ঘ্যগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার পাঁচটি সিরিজ আকারে লাভ এক্সপ্রেসের দ্বিতীয় কিস্তি নির্মাণ হচ্ছে। তারই একটি ‘মেডেল’। আশা করছি খুব ভালো সাড়া পাবো আমরা।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে।

এনই/এইচএন/এমএস

আরও পড়ুন