ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলে গেলেন অভিনেতা সিরাজুল ইসলাম

প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৪ মার্চ ২০১৫

পৃথিবীর মায়া কাটিয়ে  না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত প্রবীণ অভিনেতা সিরাজুল ইসলাম।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর নিকেতনস্থ নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে...রাজেউন....

মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ আসর নিকেতন মসজিদে তাঁর নামাজে জানাজা হবে।

অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন সিরাজুল ইসলাম। বেশ কয়েক বছর শারীরিকভাবে অসুস্থ থাকায় মিডিয়াতে নিয়মিত তার উপস্থিতি চোখে পড়তো না।

সর্বশেষ তিনি গত বছরের মাঝামাঝিতে প্রায় দুই বছর পর একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘একটি অসমাপ্ত কবিতার গল্প’। এ নাটকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি নাটকটিতে তিনি অভিনয়ও করেছিলেন।

নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন চৌধুরী সহিউল সাকী। নাটকে সিরাজুল ইসলাম অভিনেত্রী ফারহানা মিলির দাদু ‘মোহনী মোহন’ চরিত্রে অভিনয় করেছেন, যিনি তিন তিনটা মহাযুগের সাক্ষী।

এমএ বারী নিবেদিত, ইস্টার্ন থিয়েটার্সের মালিক মাজিদ প্রযোজিত মহীউদ্দিন পরিচালিত ‘রাজা এলো শহরে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে সিরাজুল ইসলামের অভিষেক ঘটে। এ ছবিতে তিনি একজন প্রফেসরের চরিত্রে অভিনয় করেছিলেন।

১৯৮৫ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ চন্দ্রনাথ’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এলএ/আরআই