নায়াগ্রা জলপ্রপাতে আমব্রিন
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র চতুর্থ আসরে উপস্থাপনায় ছিলেন লাক্স তারকা আমব্রিন। পুরো আসরটাই নান্দনিক উপস্থাপনা দিয়ে মাতিয়ে রেখেছিলেন এই তরুণী। সেকারণে খেলা চলাকালীন বেশ ধকল গেছে তার ওপর দিয়ে।
তাই রিফ্রেশের জন্য কিছুদিন আগে আমব্রিন গেছেন কানাডাতে। সেখানে তার স্বজনদের সঙ্গে দেশটির বিভিন্ন স্থান চষে বেড়াচ্ছেন তিনি। টরেন্টো, লেকসর, হার্বার ফ্রন্ট, ডাউনটাউন ছাড়াও বিভিন্ন স্থানে বেশ ফুরফুরে মেজাজে আছেন আমব্রিন।
সম্প্রতি ঘুরেছেন বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতে। সেখানকার নৈস্বর্গীক দৃশ্যে মুগ্ধ আমব্রিন। টরেন্টো থেকে ফেসবুক আলাপে এই লাক্স তারকা বলেন, ‘কাজ করতে করতে ক্লান্ত ছিলাম। তাই ঘুরতে চলে এসেছি। আমার সঙ্গে আমার মা ও ভাই আছেন। সারাদিন খাই-দাই, ঘুরেফিরি আর বিশ্রাম করি। অনেক ভালো লাগছে।’
তবে এরমধ্যেও তার মনের আকাশ কিছু কালো মেঘে ঢাকা। আমব্রিনের ভাষায়, ‘আমাদের সঙ্গে এবার আমার বাবারও বেড়াতে আসার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে তিনি মারা যান। তাই সবকিছুতেই বাবাকে বড্ড মিস করছি।’
আমব্রিন বললেন, দেশের বন্ধু-বান্ধব, মিডিয়ার কাজ সবকিছুর জন্য তার মন কাঁদছে। তাই দেশে ফিরবেন ৩০ জানুয়ারি। ফিরেই আগের মতো কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন।
এনই/এলএ