ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দর্শক চাহিদায় সপ্তাহে ছয় দিন বউ বকা দেয়

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২১ জানুয়ারি ২০১৭

নাটকের নাম ‘বউ বকা দেয়’। এই ধারাবাহিক নাটকটি রচনা করছেন মারুফ রেহমান এবং পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা মারুফ মিঠু।

কিছুদিন আগেও এটি একুশে টিভিতে সপ্তাহে চারদিন প্রচার হচ্ছিল। কিন্তু কয়েকদিন যাবত সপ্তাহে ছয় দিনই প্রচার হচ্ছে।

নির্মাতা মারুফ মিঠুর ভাষায়, ‘দর্শক চাহিদার কারণেই সপ্তাহে ছয়দিন ‘বউ বকা দেয়’ প্রচার হচ্ছে। এর আগে নাটকটির ১০০ পর্ব প্রচার হয়েছে।’

তিনি বলেন, ‘একুশে টিভিতে রবি থেকে শুক্রবার রাত ৮টায় কমেডি গল্প নির্ভর এই নাটকটি প্রচার হচ্ছে। খুব ভালো সাড়া পাচ্ছি কাজটিতে। আগামীতে আরো চমক থাকছে গল্পে। আশা করছি নাটকটি আরো জমে উঠবে।’

Bou Boka dey

‘বউ বকা দেয়’ একটি তারকাবহুল ধারাবাহিক নাটক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারুক আহমেদ, আনিসুর রহমান মিলন, সামিহা সাঈদ, মাসুদ হারুন, পরেশ আচার্য্য, মুনিয়া ইভানা প্রমুখ।

নাটকটি যৌথভাবে প্রযোজনা করছেন ধ্বনিচিত্র এবং এশিয়াটিক মাইন্ডশেয়ার।  

এনই/এলএ

আরও পড়ুন