ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জল শ্যাওলা ছবিতে গাইলেন বেলাল ও পড়শী

প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

নতুন একটি গানে কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেলাল খান ও সংগীত তারকা পড়শী। ‘ভাবনা জুড়ে থাকো শুধু তুমি/ কল্পনায় দেখি তোমায় শুধু আমি/ এসোনা তুমি মনের দেশে/ হৃদয় জমিনে আলতো হেসে- এমন কথায় সাজানো গানটি ব্যবহৃত হবে ‌নতুন ছবি ‘জল শ্যাওলা’তে।

‘ভাবনাজুড়ে’ শিরোনামের গানটির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম এবং সুর করেছেন আনোয়ার সিকদার টিটন।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘নতুন চলচ্চিত্রের জন্য গানটি করেছি। চেষ্টা করেছি সময়কে ধারণ করে শ্রোতাদের চাহিদা মাথায় রেখে গানটি তৈরি হয়েছে।’

পড়শী বলেন, ‘অনেকদিন পর বেলাল ভাইয়ের সঙ্গে গান করলাম। খুব সুন্দর কথার গান। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তরাঁয় ‘জল শ্যাওলা’ সিনেমার আনুষ্ঠানিক মহরত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। এছাড়া সিনেমার পরিচালক, চিত্রনায়ক-নায়িকাসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) থেকে বিক্রমপুরের তালতলায় শুরু হয়েছে ‘জল শ্যাওলা’ শিরোনামের সিনেমার শুটিং। জেসমিন আক্তার নদী পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত চিত্রনায়িকা মানসী প্রকৃতী।

টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লি. প্রযোজিত এ সিনেমায় সাইমন-প্রকৃতী ছাড়াও আরো অভিনয় করছেন মাসুম রেজা, রেহেনা জলি, ফারুক মজুমদার, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা, তানভীর প্রমুখ।

এ সিনেমার গল্প লিখেছেন আসাদুজ্জামান বাবলু ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। ক্যামেরায় রয়েছেন সবুজ। ফাইট ডিরেক্টর আরমান, সম্পাদনায় আবুল হোসেন, মেকআপে রয়েছেন জাহাঙ্গীর।

‘জল শ্যাওলা’সিনেমায় মোট পাঁচটি গান থাকবে। সংগীত পরিচালনা করছেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন এবং জিয়াউদ্দিন আলম।

এলএ

আরও পড়ুন