ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাংলাদেশের পক্ষ নেয়ায় কবির সুমনকে হুমকি!

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২২ মার্চ ২০১৫

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে খেলায় বাংলাদেশ দলের পক্ষে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই ভার্চুয়াল আক্রমণের শিকার হচ্ছেন কবির সুমন। অনেকে রীতিমতো তার ফাঁসিও দাবি করে বসেছেন!

বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে আসছিলেন বাংলা গানের এই কিংবদন্তি। তখন থেকেই ভার্চুয়াল রোষানলে পড়েন তিনি। আর কোয়ার্টার ফাইনালে টাইগারদের জয়গান করায় তাকে হুমকিও দিয়েছে ভারতীয় অনেক ফেসবুকার। এমনকি তার ফাঁসির দাবি করেও অনেকে পোস্ট দিয়েছেন।



গতকাল শনিবার দুপুরে এমনি একটি পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে এই গায়ক লিখেছেন, ‘এই ভারতপ্রেমী-দেশপ্রেমীরা চাইছেন ব্যাপকভাবে এটা শেয়ার করা হোক, তাই করলাম। সেই সঙ্গে আমার প্রিয় কবি পিনাকী ঠাকুরের একটি কবিতার দুটি লাইন (কবিতাটি আমার পুরো মনে নেই/ অসাধারণ একটি কবিতা- বিষয় রামমোহন রায় যাঁকে কেউ কেউ মেরে ফেলতে চাইছেন): ‘উহারা আমায় মারিবে? উহারা কী খায়?’

উল্লেখ্য, এর আগে ১৯ মার্চ সুমন তার স্ট্যাটাসে জানিয়েছিলেন, মনেপ্রাণে তিনি চাইছিলেন বাংলাদেশ দল জিতুক। শুক্রবার দুপুরে তিনি তার ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, বাংলাদেশ দলকে তার ভালো লাগে বলেই এ দলকে সাপোর্ট করেন। টাইগারদের ক্রিকেটের রাজপুত্র অভিহিত করে একটি কলামও লিখেন গানের এই প্রিয় মানুষ।

এলএ/পিআর