ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অস্ত্র মামলায় খালাস পেলেন সালমান খান

প্রকাশিত: ১০:২৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

প্রায় দুই দশক আগের অস্ত্র আইনে করা মামলা থেকে বেখসুর খালাস পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আজ বুধবার (১৮ জানুয়ারি) ভারতের যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট দোলপাত সিং রাজপুরোহিত এ এক আদেশে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়।

দ্য হিন্দু’র বরাতে আরো জানা যায়, ১৯৯৮ সালে করা মামালায় সালমানের বিপক্ষে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন সল্লু মিয়া।

এ প্রসঙ্গে সালমান খানের আইনজীবী বলেন, ‘উল্লেখ করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি সালমান খানের বিরুদ্ধে। তাই তাকে আদালত অস্ত্র আইন মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরের কানকানি গ্রামের বনে শিকার করতে গিয়েছিলেন সালমান। এ সময় বলিউড সুপারস্টার ২টি কালো রঙের মায়া হরিণ শিকার করেন। তখন পুলিশ ও বন বিভাগ সালমানের বিরুদ্ধে অবৈধ অস্ত্র দিয়ে হরিণ শিকারের অভিযোগ তোলেন।

তাদের দাবি সালমান হরিণ শিকারের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন, সেগুলোর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল।

এলএ

আরও পড়ুন