ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পকলায় নাট্যকর্মীদের উপর হামলা

প্রকাশিত: ০৬:১৮ এএম, ১৯ মার্চ ২০১৫

নাট্যকর্মীরা সন্ত্রাসী হামলার শিকার হলেন। নাট্যকর্মীদের অভয়ারণ্য খোদ শিল্পকলা একাডেমীতেই এই ঘটনা ঘটলো। শিল্পকলা একাডেমিতে অাইটিঅাই অান্তর্জাতিক নাট্য উৎসব চলাকালীন স্থানীয় কয়েকজন যুবক হামলা চালিয়েছে। তারা নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন বলে জানা গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১২ জনকে আটক করেছে রমনা থানা পুলিশ। বহিরাগতরা ঘটনার সময় উপস্থিত সবার উপরেই চড়াও হন। তারা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলের সামনে চীন থেকে অাসা নাট্যকর্মীদের ওপরও হামলার চেষ্টা করে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার আর্টস অ্যান্ড পারফরম্যান্স আর্ট বিভাগ ও দুটি নাট্যদলের দুজন কর্মী অাহত হয়েছেন।

এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার আর্টস অ্যান্ড পারফরম্যান্স আর্ট বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান সৈকতকে মারাত্মক অাহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী জুবায়ের জাহিদ জাগো নিউজে জানান, ঐ সময় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার আর্টস অ্যান্ড পারফরম্যান্স আর্ট বিভাগের প্রদর্শনী চলছিল। একজন দর্শক নাটক চলাকালীন এবং নাটক শেষে নাটকে ব্যবহৃত একটি প্রপস নিয়ে বাজে কটূক্তি করে। এই কটূক্তির সূত্র ধরে দুই যুবকের সাথে নাট্যশিল্পীদের বাকবিতণ্ডতা হয়।

এক পর্যায়ে বহিরাগত এক যুবককে আটক করে ঢাবি শিক্ষার্থীরা। আরেকজন সটকে পড়ে। জুবায়ের জাহিদ আরো জানান, পরে খবর পেয়ে বাইরে থেকে সংগঠিত হয়ে তারা স্টুডিও থিয়েটার হলে লাঠিসোটা নিয়ে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তারা পরিক্ষণ থিয়েটার হলে চলতে থাকা নাটক দেখতে অাসা বিদেশিদের ওপরও হামলার চেষ্টা করলে দুই যুবককে ধরে ফেলেন নাট্যকর্মীরা। ওই দুই যুবককে একাডেমিতে কর্তব্যরত অানসার সদস্যরা অাটক করে রাখে। এ সময় বাইরে থেকে ইট পাটকেল ছুঁড়তে থাকা যুবকদের সঙ্গে কথা বলতে যান একাডেমির মহাপরিচালক লিয়াকত অালী লাকী।

কিন্তু এরইমধ্যে উত্তেজিত যুবকরা নিজেদের ছাত্রলীগের কর্মী দাবি করে। একইসঙ্গে ঢাবি শিক্ষার্থী সৈকতকে পিটিয়ে অাহত করলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। অাটকদের ছাড়িয়ে নিতে স্থানীয় যুবকরা অারও সংগঠিত হয়ে পুরো শিল্পকলা একাডেমি ঘিরে ফেলে এবং ইট পাটকেল ছোড়ে। এ সময় তাদের ইটের অাঘাতে অারও দুজন নাট্যকর্মী আহত হন। বহিরাগতরা ইট ছুড়ে একাডেমির নীচতলায় অবস্থিত পরিক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটারের টিকেট কাউন্টারের সব কাঁচ ভেঙে ফেলে। প্রায় তিনশোর মতো যুবক শিল্পকলার ভেতরে থাকা বিদেশিসহ শ`খানেক নাট্যকর্মী একাডেমি ভবনে অাটকা পড়েন। ঘণ্টাখানেক পর খবর পেয়ে রমনা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের ভূমিকার নিন্দা করেন। তারা আরো জোড়ালো পদক্ষেপ আশা করেছিলেন তার কাছ থেকে। শিল্পকলায় ছাত্রলীগের হামলার বিষয়ে রমনা জোনের এসি শিবলী নোমান জানান, আমরা খবর পেয়ে শিল্পকলায় পৌছাই এবং এ ঘটনায় জড়িত ১২ জন হামলাকারীকে আটক করি। এছাড়া নিরাপত্তা দিয়ে অাটকেপড়া বিদেশি এবং ঢাবি ছাত্রদেরও নিরাপদ স্থানে পৌঁছে দেই।

এমজেড/আরআইপি