ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুবিধাবঞ্চিত-অসহায় মানুষদের পাশে ওলিজা

প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সুযোগ্য কন্যা ওলিজা মনোয়ার। এই তরুণী অসহায়, সুবিধাবঞ্চিত, দুস্থ, পথশিশুদের সহায় হয়েছেন। তাদের জন্য নতুন এক উদ্যোগ নিয়েছেন।

ওলিজার এই মহতী উদ্যোগটি হচ্ছে, তার পিতা ডিপজল প্রযোজিত ‘এক কোটি টাকা’ ছবিতে এইসব অসহায় মানুষদের কাজের সুযোগ দিয়েছেন। এরইমধ্যে এসব সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীরা ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন।

সোমবার রাতে ওলিজা জাগো নিউজকে বলেন, ‘‘সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধীদের নিয়ে আমাদের সমাজের মানুষরা ভাবেন যে তারা কিছু করতে পারে না। এসব মানুষ এই সমাজের একধরনের বোঝা।’’

কিন্তু ওলিজা সমাজের মানুষের এই ধারণা মানতে নারাজ। তিনি বলেন, ‘‘আমার কাছে মনে হয় যদি এসব মানুষদের তাদের সাধ্যমতো কাজের সুযোগ দেয়া যায়, সেটা তারা অবশ্যই পারবেন।”

ডিপজল কন্যা আরো বলেন, ‘‘যাদেরকে আমাদের ‘এক কোটি টাকা’ ছবিতে কাজ করার সুযোগ দিয়েছি তাদের কয়েকজনের অভিনয় দেখে আমরা চোখ কপালে উঠেছে! খুব ভালো কাজ করেছেন তারা।’’

ওলিজার ইচ্ছে আছে আগামীতে তার পরিচালনায় ভৌতিক গল্পনির্ভর ছবি ‘মেঘলা’তেও এসব অসহায় মানুষকে কাজের সুযোগ দেয়া।

‘এক কোটি টাকা’ ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডিপজল, আঁচল, বাপ্পী, অমৃতা প্রমুখ। বর্তমানে সাভারে ছবিটির শুটিং চলছে।

এনই/বিএ