ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ছিনতাইয়ের শিকার সিনে মিউজিকের উপস্থাপিকা এরিনা

প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৮ মার্চ ২০১৫

কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এটিএন বাংলার ‌‘প্রাণ চানাচুর-সিনে মিউজিক’ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা ফওজিয়া এরিনা। সোমবার রাত ১০টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে বের হয়ে নিজ কর্মস্থল একুশে টিভিতে রিকশায় যাওয়ার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। এ সম্পর্কে ফওজিয়া এরিনা বলেন, ‌‘শিল্পকলায় একটি কাজ সেরে আমি এবং আমার আমার কলিগ শাওন রিকশায় করে কারওয়ান বাজার আমার অফিস একুশে টিভির উদ্দেশ্যে যাচ্ছিলাম।

ঠিক শিল্পকলা একাডেমী থেকে পশ্চিম দিকে মেইনরোডে ঢোকার আগেই অভিনব ভাবে এক যুবক ইচ্ছে করে রিকশার সামনে এসে রিকশার গতিরোধ করে বলে, এই গায়ে উঠলি কেন? একথা বলতে বলতে আরো দুই যুবক সামনে এসে হাজির। তার কোমড় থেকে পিস্তল ও খুর বের করে আমাদের সামনে ধরেএবং বলে, সব বের করে দিতে। আমরা জীবন বাঁচাতে আমাদের দুটি মোবাইল ও ৮ হাজার টাকা তাদের বের করে দিই।’ এরিনা আরো জানান, এসময় বেশ কয়েকজন যুবক ছুটে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে গেলেও এবার শুরু হয় নতুন নাটকীয়তা। এই যুবকরা আগানোর কথা বলে এরিনাদের পিছু নেয়।

তাদের কথামত রিকশা উঠতে বলে। বেইলী রোড এলে একটি অন্ধকার জায়গায় রিকশা থামাতে বলে রিকশা ওয়ালাকে ধমকায়। তাদের আচরণে কিডন্যাপ হওয়ার ভয়ে তারা দ্রুত চলে আসেন। এরিনা নিরাপত্তার দুর্বলতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আল্লাহ বাঁচিয়েছে, তেমন কিছু হয়নি।

বাইরে বের হয়ে কাজ করার নিরাপত্তাটুকু নেই, কিভাবে আমরা মিডিয়ার লোক কাজ করবো।’ ফওজিয়া এরিনা ও শাওন একুশে টিভিতে অনুষ্ঠান প্রযোজক। প্রসঙ্গত, ফওজিয়া এরিনার উপস্থপানায় প্রতি বৃহস্পতিবার রাত ১.২০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয় ‘প্রাণ চানাচুর-সিনে মিউজিক’।

চলচ্চিত্র ও মিউজিক নিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়। এছাড়াও বিভিন্ন তারকাদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিচালনাও করেছেন উপস্থাপিকা এরিনা। পরিকল্পনায় রয়েছেন মাকসুমুল আরেফিন।

এলএ/আরআইপি