মিশা সওদাগরের নায়িকা হচ্ছেন শাবনূর
রূপালি পর্দায় জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে সাত শতাধিক চলচ্চিত্রে দাপুটে খল-অভিনেতা হিসেবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, ক্যারিয়ারের দীর্ঘ দুই যুগ পর এবার তাকে দেখা যাবে নায়ক হিসেবে। আর নায়িকা হিসেবে রূপালি পর্দায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।
মিশা-শাবনূর জুটি বেঁধে ‘বাপের দোয়া কি কম দামি’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন সুমন দে। আর প্রযোজনা করবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
নির্মাতা সুমন দে জাগো নিউজকে বলেন, ‘এ ছবিতে মিশা সওদাগর অভিনয় করবেন এটি চূড়ান্ত। তার নায়িকা হিসেবে শাবনূরের কথা ভাবা হয়েছে। শাবনূর এখন অস্ট্রেলিয়ায় আছেন। তার সঙ্গে মুঠোফোনে প্রাথমিক কথা হয়েছে। তিনি ছবিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। দেশে ফেরার কথা জানিয়েছেন ফেব্রুয়ারিতে। তখনই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা হবে।’
সুমন দে আরো বলেন, ‘যদি কোনো কারণে শাবনূরকে আমরা এই ছবিতে না পাই, তবে দ্বিতীয় চয়েজ রেখেছি কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তকে।’
মিশা বলেন, ‘ছবির গল্পটি আমি শুনেছি। দুর্দান্ত লেগেছে আমার কাছে। আর প্রযোজনায় থাকছে আমাদের সবার প্রিয় আসিফ। তাই আমি কাজটি করতে রাজি হয়েছি। শনিবার রাতে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছি। সামনে শিল্পী সমিতির নির্বাচন শেষে এ ছবির কাজ শুরু করবো।’
আসিফ বলেন, ‘ছবির চিত্রনাট্য তৈরি এবং চরিত্র বিন্যাস নিয়ে ভাবছি। পরিবারের প্রধান কর্তা বাবাকে কেন্দ্র করে তৈরি হবে আমার প্রযোজিত প্রথম ছবি। আপাতত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মিশা ভাই। তাকে চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলো কিছুদিনের মধ্যে ঠিক করে ফেলব।’
নির্মাতা সুমন দে আশা প্রকাশ করেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই ‘বাপের দোয়া কি কম দামি’ ছবির নির্মাণ কাজ শুরু হবে।
এনই/আরআইপি