ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ম্যাক্স কোলার বিজ্ঞাপনেও ইতিহাস গড়তে চাই : অনন্ত জলিল

প্রকাশিত: ১০:০৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৭

ঢাকাই ছবির হিপহপ চিত্রনায়ক অনন্ত জলিল এর আগে ‘গ্রামীণফোন’, ‘যমুনা মোটরসাইকেল’, ‘জেলটা মোবাইল’র  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন। ওইসব পণ্যের বিজ্ঞাপনগুলো ব্যাপক আলোচিত হয়েছিল।

এবার অনন্ত জলিল দেশের জনপ্রিয় কোমলপানীয় ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ৭ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনন্ত জলিলের সঙ্গে পণ্যটির এক বছরের চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় অনন্ত জলিল ছাড়া উপস্থিত ছিলেন তার সহধর্মিণী চিত্রনায়িকা বর্ষা ও ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব, প্রাণের মিডিয়া ডিরেক্টর সুজন মাহমুদ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের হেড অব মার্কেটিং অরুনাংসু ঘোষ, ক্যাটাগরি ম্যানেজার নুরুল আফসার প্রমুখ।

চুক্তি শেষে অনন্ত জলিল বলেন, “গ্রামীণফোনের ইমার্জেন্সি ব্যালেন্সের ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’ এই সংলাপটি এখনও সকলের মুখে মুখে শোনা যায়। আর এবার নতুন করে প্রাণ-আরএফএল গ্রুপের ‘ম্যাক্স কোলা’র মতো জনপ্রিয় একটি কোমলপানীয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। খুব ভালো লাগছে।”

তিনি বলেন, ‘অন্য বিজ্ঞাপনের মতো ম্যাক্স কোলার বিজ্ঞাপনেও ইতিহাস গড়তে চাই। এ দায়িত্ব আমার চলার পথে ভিন্নমাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি।’

ananta

চাকা ওয়াশিং পাউডারের ‘স্মরণ কালের শ্রেষ্ঠ ধোলাই’ এমন একটি সংলাপের মাধ্যমেও আলোচিত হয়েছিলেন বর্ষা। ম্যাক্স কোলার বিজ্ঞাপনে দেখা যাবে তাকেও।

বর্ষা বলেন, ‘ম্যাক্স কোলার বিজ্ঞাপনের মাধ্যমে অনন্তর সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। ভাবতেই ভীষণ এক্সাইটেড লাগছে। আমার বিশ্বাস, আমাদের দুজনকে দর্শক একসঙ্গে পেলে নতুন করে আবারও আলোচনা হবে।’

অনন্ত-বর্ষা দুজনই আশা প্রকাশ করেন, তাদের সম্মিলিত উপস্থিতি ম্যাক্স কোলাকে আরো বহুদূর নিয়ে যাবে।

ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব বলেন, ‘অনন্ত-বর্ষা দম্পতি তাদের চমৎকার রসায়নের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আশা করছি, এ জুটি ম্যাক্স কোলার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় পণ্যটির জনপ্রিয়তা দ্বিগুণ হবে।’

এনই/এসইউ/আরআইপি

আরও পড়ুন