ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

টাইগারদের বিড়াল বলে ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

প্রকাশিত: ১০:১০ এএম, ১২ মার্চ ২০১৫

ক্রিকেট বিশ্বকাপে ব্রিটিশ বধের পর থেকেই বাংলাদেশি টাইগারদের জন্য দেশে বিদেশ থেকে আসছে নানা রকমের প্রশংসা। তবে কেউ কেউ বাংলাদেশিদের এই সাফল্য সহ্য করতে না পেরে মেতে উঠেছেন সমালোচনার মতো নোংরামিতে। ভারত-ব্রিটিশ-পাকিস্তানী ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের কূরূচিপূর্ণ মন্তব্যের পর এবার বাংলাদেশ ক্রিকেট দলকে খোঁচা দিলেন ওপার বাংলার চিত্র নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি।

খোঁজ নিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ছবিতে প্রসেনজিত লিখেছেন, ‘বাঘের কিন্তু জাত আলাদা হয়, বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভাল!’

যদিও প্রসেনজিৎ নিজে কোনো ব্যাখ্যা দেননি যে, এই স্ট্যাটাস বাংলাদেশ ক্রিকেট টিমকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে। তবে তার স্ট্যাটাসে বাংলাদেশি সমর্থকরা এটাকে ‘খোঁচা’ ধরে নিয়েই পোস্টের নিচে সমালোচনার ঝড় তুলেছেন। কারণ, ক্রিকেট বিশ্বে বাংলাদেশি খেলোয়ারেরা বাঘ হিসেবেই পরিচিত তাই সবাই ধরেই নিয়েছেন প্রসেনজিৎ এখানে বাংলাদেশ ক্রিকেট টিমকেই ইশারা করেছেন।

বাংলাদেশিদের দাবি, আসন্ন কোয়র্টার ফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হবে বাংলাদেশ। সেই ম্যাচকে উপলক্ষ করে বাংলাদেশকে হেয় করতেই প্রসেনজিৎ এখানে ‘বেড়াল’ বলে টাইগারদের অপমান করতে চেয়েছেন।

আর সেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশিরা। প্রসেনজিতের ফেসবুকে একের পর এক প্রতিবাদী স্ট্যাটাস পড়তে থাকে। বাধ্য হয়ে প্রসেনজিত তার স্ট্যাটাসটি সরিয়ে নেন বলে সেখানে বাংলাদেশিদের কমেন্টসগুলো দেয়া গেলো না।

তবে ক্ষমা চেয়ে দেয়া স্ট্যাটাসেও প্রায় দুই হাজার কমেন্টস পড়ে। সেখানেও দেখা যায় ক্ষোভ আর সমালোচনা। তজি ইসলাম নামে এক ফেসবুক ইউজার লিঝেছেন, ‌‘প্রথম প্রথম আমার বিশ্বাস-ই হয়নি আপনি এমন একটি ফালতু মন্তব্য সিনেমা থেকে টেনে নিয়ে আসবেন। গরু মেরে জুতা দান নাকি জুতা মেরে গরু দান বিষয়টা পরিষ্কার হচ্ছে না.......’

নির্নেয় সমীকরণ নামে একজন বলেন, ‘প্রসেঞ্জিত দাদা আপনাদের আরেক দাদা মিঠুনের একটা ডাইলগ দিচ্ছি - বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতই থাকবে! আমরা বাঘ হই আর বেড়াল হই আমরা বাংলা দেশী! আমরা যদি ভাষার জন্য মরতে পারি তবে ভাবুন নিজের দেশকে নিয়ে কেও ব্যংগ করলে আমরা কি কি করতে পারি! আমাদের মুখ খারাপ করলে ভাষা বাংলা ই থাকে! মনে রাখবেন বাংগালী জাতে মাতাল তালে ঠিক।’

নাসিরুল হক তোষণ নামের এক ইউজার বলেন, ‘শীতকালের ওয়াজ গরম কালে কল্লে এমনি হপেগো দাদা! সাম্নের দিকে খুউপ খিয়াল কইরা........’

এমন তোপের মুখে প্রসেনজিৎ নিজের ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি মুছে নিতে বাধ্য হন।

এর প্রেক্ষিতে পরে ক্ষমা চান বাংলাদেশের মানুষের কাছে। বৃহস্পতিবার দুপুর ২ টা ৩৬ মিনিটে বাংলাদেশিদের কাছে ক্ষমা চেয়ে নতুন একটি স্ট্যাটাস দেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‌‌‘আজকের সকালের পোস্ট টায় অনেকেই তাদের কুরুচিকর বক্তব্য রাখায় আমি অত্যন্ত দুঃখিত। আপনাদের প্রতিক্রিয়া দেখে আমার বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিল যে কিসের ভিত্তি তে এই প্রতিক্রিয়া ? সংলাপ টি আমার ‘অমর প্রেম’ ছবি থেকে নেওয়া হয়েছে যেখানে ছবির খলনায়কের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে। এখানে কোনো দেশ, জাতি কে ছোট করে দেখানোর কোনো উদ্দেশ্যই ছিল না।’

তিনি আরো লিখেন, ‘বাংলাদেশ এর মানুষদের আমি মন থেকে শ্রদ্ধা করি, তাঁদের ভালবাসায় আমি আপ্লুত হয়েছি বহুবার। তাদের প্রতি এরকম কোনো বিরূপ মন্তব্য আমার করার কথা আমি ভাবতেও পারিনা। কিন্তু আজকে তাদের প্রতিক্রিয়ায় আমি অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আমি তাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী।’

প্রসঙ্গত, চমৎকার অভিনয় গুণে তিনি কলকাতার মতো বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। বিশেষ করে দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘মনের মানুষ’ ছবিতে লালন ফকিরের চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে এপার বাংলার দর্শকদের শ্রদ্ধা কুড়িয়েছে টালিগঞ্জের বুম্বাদা’খ্যাত এই নায়ক।

আরো উল্লেখ্য, কিছুদিন আগেই সরকারি অতিথি হয়ে বাংলাদেশে ঘুরে গিয়েছেন কলকাতার চিত্রনায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি। পেয়েছেন রাজকীয় আতিথেয়তা। অথচ বৃহস্পতিবার নিজের উল্টাপাল্টা স্ট্যাটাস-পোস্টের জন্য তিনি এখন বাংলাদেশিদের কাছে খলনায়কে পরিণত হয়েছেন।

এলএ