আইটিআইয়ের ১০দিন ব্যাপী নাট্যোৎসব শুরু
ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই), বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই নাট্যোৎসব চলবে ২১ মার্চ পর্যন্ত।
এবারের নাট্যোৎসবে দেশের ২৩টি দলের পাশাপাশি অংশগ্রহণ করবে চারটি বিদেশি দল। জাতীয় নাট্যশালার মূলমঞ্চ, পরীক্ষণ থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে নাটকগুলো মঞ্চস্থ হবে।
উৎসবের বিষয়ে আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ জানান, এ উৎসবে `সহিংসতার বিরুদ্ধে নাটক` এবং `নাটক: শিল্পের প্রত্যুত্থান` শিরোনামে নাট্য বিষয়ে দুটি সংলাপের আয়োজন করা হয়েছে। এ ছাড়া উৎসবের অংশ হিসেবে জাতীয় নাট্যশালা লবিতে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাবুল বিশ্বাসের পরিচালনায় বিশ্ববিখ্যাত নাট্যকারদের প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজনও থাকছে।
এমজেড/এআরএস/আরআইপি