ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গানের চমক নিয়ে আসছেন স্পর্শিয়া-তৌসিফ

প্রকাশিত: ১২:১১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৬

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে জনপ্রিয় তারকা অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে জুটি বাঁধলেন তৌসিফ মাহবুব। কণ্ঠশিল্পী নাহিদ মেহেদীর নতুন একটি গানের মডেল হিসেবে দেখা যাবে তাদের।

‘হারালো অজানায়’ শিরোনামের এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন অদিত। লিখেছেন সূচি। কণ্ঠ দিয়েছেন নাহিদ মেহেদী। সম্প্রতি সিলেটের বিভিন্ন নৈসর্গিক লোকেশন ঘুরে সেই গানটির দৃষ্টিনন্দন ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। সংশ্লিষ্ট সবার উদ্দেশ্য, বছর শেষে তাদের ভক্ত-দর্শক-শ্রোতাদের একসঙ্গে চমকে দেওয়া।

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক অদিত বলেন, ‘প্রথমত এটি নিজের তৈরি গান, তাই প্রাণ খুলে বেশি কিছু বলতেও পারছি না। গানটির ভিডিও নির্মাণের সময়ও আমি উপস্থিত ছিলাম। কারণ, আমি চেয়েছি বছরের শেষ উপহার হিসেবে এটি যেন দারুণ কিছু হয়। আর নাহিদ মেহেদী প্রসঙ্গে এটুকুই বলবো, দারুণ কণ্ঠ তার। আমরা একসঙ্গে আরও অনেক কাজ করার পরিকল্পনা করছি।’

এদিকে কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী বলেন, ‘সময়ের সাথে সাথে গান যায়, গান আসে। সেই ফাঁকে কিছু গান থেকে যায় মনের গহীন চিলেকোঠায়। অদিতের সুরে যাদু আছে। আমি আমার সবটুকু উজাড় করেই গেয়েছি। স্পর্শিয়া আর তৌসিফও গল্প অনুযায়ী অংশু ভাইয়ের নির্দেশনায় শতভাগ আশাপূরণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি দর্শক শ্রোতাদের মনের গহীন চিলেকোঠায় থেকে যাবে।’

গানটির মডেল স্পর্শিয়া বলেন, ‘এই বছরই আমি চারটা মিউজিক ভিডিও করলাম। এরমধ্যে অংশু ভাইয়ের দুটি কাজ। কাজগুলো প্রথমত করেছি গানগুলো শুনে পছন্দ হওয়ার পর। গান পছন্দ হওয়ার পর যখন ভিডিওর জন্য একটা দারুণ গল্প পাই তখন আরও ভালো লাগে। বছরের শেষ এই কাজটিও তেমন কিছু হয়েছে। কারণ অংশু ভাইয়ের কাজ মানেই একটা অসাধারণ গল্প খুঁজে পাওয়া। আর আমার সঙ্গে বন্ধু তৌসিফ থাকা মানেই অন্যরকম রসায়ন। ফলে এই মিউজিক্যাল ফিল্মটি না দেখলে আগাম বোঝানো যাচ্ছে না!’

এদিকে ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি ভালো কিছু করার। চেষ্টা ছিল মিউজিক ভিডিও না বানিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরির। শুটিং শেষে সম্পাদনার টেবিলে বসে এখন মনে হচ্ছে- কাজটি মনের মতো করতে পেরেছি। যদি তাই হয়, তবে এটা হবে আমাদের সবার জন্য- হ্যাপি ইয়ার এন্ডিং ফিল্ম।’

গানটির শিল্পী নাহিদ মেহেদী জানান, বছরের শেষ মিউজিক্যাল ফিল্ম হিসেবে ‘হারালো অজানায়’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ৩১ ডিসেম্বর ইউটিউব চ্যানেলে। এছাড়া তার নিজস্ব ভ্যারিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমেও পাওয়া যাবে গানটির ভিডিও লিঙ্ক।

ফেসবুক পেইজটির লিংক : https://www.facebook.com/naheedmehedi/

এলএ/জেআইএম

আরও পড়ুন