ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলচ্চিত্রের জন্য প্রস্তুত ইরফান সাজ্জাদ

প্রকাশিত: ০৮:১০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৬

আলভী আহমেদের ‘ইউটার্ন’ এবং মুশফিকুর রহমানের গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ নামের দু’টি ছবিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ছবি দু’টি পরপর ২০১৫ এবং ২০১৬ সালে মুক্তি পায়। দু’টি ছবির মাধ্যমে আলোচনায় আসেন ফেয়ার হ্যান্ডসাম দি আলটিমেটম্যান খ্যাত এই তারকা।

আগামী ২৭ জানুয়ারি তার অভিনীত তৃতীয় ছবি তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিটি নিয়ে সাজ্জাদ বলেন, ‘ছবির নির্মাণ কাজ আড়াই বছর আগে শুরু হয়েছিল। ৮০ শতাংশ কাজ হয়েছে লন্ডনে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। খুব ভালো লাগছে বিষয়টি ভেবে।’

তিনি বলেন, ‘ছবির গল্পটা খুব দারুণ। আমরা যারা ছবিতে কাজ করেছি সবাই খুব মনোযোগ দিয়ে কাজটি করেছি। দর্শকরা এখানে খুব ভালো কিছু গান দেখবেন, ইমশোন দেখবেন, কমেডি দেখবেন, হিউমার দেখবেন। সবমিলিয়ে একটি প্যাকেজ হবে ছবিটি।’

যোগ করে ইরফান বলেন, ‘এই ছবিতে কাজ করেছিলাম আড়াই বছর আগে। তখন আমি মিডিয়াতে প্রায় নতুন বললেই চলে! সেই সময়ে আমি আমার সেরাটা দিয়ে কাজ করেছি। এখন অপেক্ষায় আছি দর্শকরা কীভাবে ছবিটি গ্রহণ করবেন সেটা দেখা জন্য।’

বর্তমানে নাটকে নিয়মিত ইরফান সাজ্জাদ। তার অভিনীত চারটি সিরিয়াল প্রচারে আছে। এছাড়া বিশেষ দিবসে নাটকে কাজ করছেন। তবে ইদানিং ইরফান কাজের ক্ষেত্রে বেশ চুজি হয়ে গেছেন। তার ভাষ্য, ‘গড়পড়তায় কাজ করা কমিয়ে দিছি। ক্যারিয়ার নিয়ে ভাবছি। ভালো গল্প, নির্মাতা, বাজেট বেশি দেখে কাজ করছি।’

শুধু নাটক নয়, চলচ্চিত্র নিয়েও ভাবছেন ইরফান। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের জন্য পুরোপুরি প্রস্তুত। ভালো নির্মাতা আর গল্পে অপেক্ষায় আছি। ব্যাটে-বলে মিললেই কাজ করবো। আর আমাদের এখন অনেক ভালো বাজেতে ছবি নির্মাণ হচ্ছে।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘সর্বশেষ ‘আয়নাবাজি’ ছবির কথা বলি। একেবারে আলোড়ন তুলেছিল ছবিটা। আমি নিজেও দেখেছি। সবকিছুই খুব ভালো ছিল ‘আয়নাবাজি’ ছবির। ওইরকম ভিন্ন ধরণের গল্পের অপেক্ষায় আছি। যদি পাই তবে পারিশ্রমিক কম হলেও কাজ করবো।’

আরো বলেন, ‘দু’টো সরকারি অনুদানের ছবিতে কাজের কথা চলছে। আর একটা কলকাতার ছবি। তবে যৌথ প্রযোজনা নয়। আগামী দু’এক মাসেই হয়তো এটার চূড়ান্ত কিছু জানাতে পারবো। আশা করছি ভালো খবর জানাবো।’

এনই/এলএ/এমএস

আরও পড়ুন