ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাল্যবিয়ে প্রতিরোধে অনন্ত

প্রকাশিত: ১১:৫০ এএম, ১০ মার্চ ২০১৫

অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ-এই ডায়ালগের সুবাদে চিত্রনায়ক এম এ জলিল অনন্ত সর্বত্রই জনপ্রিয়তা পেয়েছেন। এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি সমাজে অবদান রাখতে চান।

জানা গেছে, বাল্যবিয়ে ঠেকাতে এবার মাঠে নামছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়ক। মূলত বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য ‘সেভ দ্য চিলড্রেন’ কর্তৃক নির্মিত একটি ভিডিওতে অংশ নিবেন অনন্ত।

বাংলাদেশে এক তৃতীয়াংশ মেয়ের বিয়ে হয় ১৫ বছর বয়সে। যা গোটা দেশের জন্য হুমকিস্বরূপ। বাল্যবিয়ের মূল কারণ অশিক্ষা, দারিদ্রতা এবং সচেতনতার অভাব।  এই অবস্থার উন্নয়নে ইউটিউবে একটি ভিডিও বার্তা প্রকাশ করতে যাচ্ছে আর্ন্তজাতিক সাহায্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। সেখানে বক্তব্য দিবেন অনন্ত জলিল।

ভিডিওটি শিগগিরই অনলাইনসহ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হবে।

এলএ/আরআই