প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মৌ
প্রথমবারের মত কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন মৌ। গত ১২ ডিসেম্বর ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাঋ’র ৬ষ্ঠ দিনের শুটিং শেষ হয়।
মোহাম্মদ আরাফাতুর রহমানের পরিচালনায় চলচ্চিত্রে একজন কর্পোরেট নারীর চরিত্রে অভিনয় করছেন মৌ। এতে মৌ ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার শুভলীনা সেন, দেবোলিনা রায়, দেবলিনা সেন, জয় বাদলানি, দীপ মিত্র। বাংলাদেশের রয়েছেন প্রীতিলতা নূরসহ আরো অনেকে।
বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং চলছে। বিভিন্ন বয়সী নারীদের শারীরিক ও মানসিক নির্যাতনের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ‘নাঋ’।
এরআগে পরিচালক মোহাম্মদ আরাফাতুর রহমানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিবর্তন’ দেশে-বিদেশে ১৫টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং রাইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুনাতে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছে।
এসইউ/পিআর