শিহাব শাহীনের প্রেমে পড়েছেন মম (ভিডিও)
অনেক দিন ধরেই গুজব ছিল অভিনেত্রী জাকিয়া বারি মম ও নাট্যনির্মাতা শিহাব শাহীনের প্রেমের গুঞ্জন! কিন্তু কখনোই বিষয়টি স্বীকার করেননি কেউ। তবে এবার ফেসবুক স্ট্যাটাসে ঘটনার সত্যতা স্বীকার করেছেন মম।
বিশ্ব নারী দিবসে মম তার ফেসবুক থেকে শিহাব শাহীনের ফেসবুক ওয়াল এ লিখেন, `আমি জানতাম না আপনাকে, আজ ৩ বছর পর জানলাম আপনাকে…আর সাথে এ ও জানলাম যে আপনি এমন ই…ভুল ছিলাম আমি, ভুল ছিল আপনার জন্য আমার ভালোবাসা, কারণ নিখাঁদ আবেগকে আপনি ভুল ব্যাখ্যা করেছেন। ভালো থাকুন। আমি একা আছি আর একাই ভালো থাকব।`
কিছুদিন আগেই শিহাব শাহীনের পরিচালনায় প্রথম চলচ্চিত্র `ছুঁয়ে দিলে মন` এ অভিনয় করেছেন মম। মমর বিপরীতে ছিলেন আরেফিন শুভ। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে।
এমজেড/এমএস