ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলছে জয় বাংলা কনসার্ট

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৭ মার্চ ২০১৫

রাজধানীর বনানীস্থ আর্মি স্টেডিয়ামে চলছে ‘জয় বাংলা’ কনসার্ট।  দেশের তরুণদের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে উজ্জীবিত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ‘ইয়াং বাংলা’র উদ্যোগে এই কনসার্টের আয়োজন করেছে।

দেশের প্রথিতযশা ও জনপ্রিয় শিল্পীরা কনসার্টে নিজেদের গানের পাশাপাশি গাইবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর গানগুলো।

দেশের প্রতিটি দুর্দিনে ৭ মার্চের চেতনায় গর্জে ওঠার দুরন্ত আহ্বান নিয়ে ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছে আর্টসেল, অর্ণব অ্যান্ড ফ্রেন্স, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, নেমেসিস, আর্বোভাইরাস প্রমূখ।

কনসার্টে উপস্থিত আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি জুনায়েদ আহমেদ পলক। কনসার্টটি উপভোগ করার জন্য প্রায় ৩০ হাজার তরুণ সম্পূর্ণ বিনামূলে এই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

ইয়াং বাংলা এমন একটি প্ল্যাটফর্ম যা ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষে গঠিত কণ্ঠস্বর। এর মূল লক্ষ্য হচ্ছে- বাংলাদেশের সর্বস্তরের যুবকদের সমন্বিত করে তাদের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।

এলএ/আরআই