ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পোশাক ছাড়া হৃত্বিক!

প্রকাশিত: ১০:৪১ এএম, ০৭ মার্চ ২০১৫

যখন হলিউডের এত নামী নামী হিরোরা শরীরি আকর্ষণে তার পিছনে পড়ে থাকে তখন এটা তো মানতেই হয়- বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের বিশেষ কিছু আছে। অবশ্য কি সেই মাদকতা সে তার মেয়ে ভক্তরাই ভালো বলতে পারবেন। গুগলের তথ্যমতে, অনলাইনে নারীরা হৃত্বিকের ছবির সন্ধান করেন বেশি।

শুধু কি তাই, হলিউডের অনেক সুন্দরীরাই হৃত্বিকের ফিগারে মুগ্ধ হয়ে তার সাথে ছবি করতে এবং সময় কাটাতে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি স্বদেশীয় সুপারস্টার শাহরুখ-আমির-সালমানরাও হৃত্বিকের শরীরের প্রতি মুগ্ধ। এবার সেই মুগ্ধতার পূর্ণতা নিয়ে আসছেন ভারতীয় ফিল্মের সুপারহিরো’খ্যাত হৃত্বিক।

শোনা যাচ্ছে পরবর্তী ছবিতেই পোশাক ছাড়া দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জো দারো’ ছবিতে প্রাচীন ভারতীয় রাফ এন্ড টাফ লুকে ক্যামেরার সামনে দাঁয়িড়েছেন নীল চোখের এই নায়ক। চবিতে দেখা যাবে কেবল একটি লেংটি পরে বিশেষ স্থান আড়াল করেছেন ৪১ বছর বয়সী বলিউডি অভিনেতা। পরিচালকের নির্দেশেই নাকি এমনটি করেছেন তিনি।

আর এই পোজে ভক্তদের মনে দাগ কাটতে নিজেকে আরো আকর্ষণীয় করে তোলার প্রাণান্ত চেষ্টা করেছেন জুনিয়র রোশন। শরীরের বিশেষ গড়ন পেতে টানা তিনমাস কঠোর পরিশ্রম করেছেন। যুক্তরাজ্যের বিখ্যাত ফিজিক্যাল ট্রেইনার জশুয়া কাইল বেকারের পরামর্শ ও প্রশিক্ষণেই শরীরকে নগ্ন উপস্থপানের উপযুক্ত করে তুলেছেন।

এখন দেখার বিষয় সেন্সর বোর্ড বিশেষ এই দৃশ্য প্রদর্শনের অনুমতি দেয় কি না। এর আগে ‘পিকে’ ছবিতে আমির খানের নগ্নতা নিয়ে কম জল ঘোলা হয়নি।

প্রসঙ্গত, ‘ব্যাং ব্যাং’ ছবির পরে নিজের অসুস্থতা নিয়েই দীর্ঘদিন রূপালী পর্দায় অনুপস্থিত ছিল হৃত্বিক। সম্প্রতি ‘হে ব্রো’ ছবিতে ‘বিরজু’ গানের সঙ্গে নেচেছেন তিনি। আর আশুতোষ গোয়ারিকরের আলোচিত ছবি ‘মহেঞ্জো দারো’ মুক্তি পাবে ২০১৬ সালে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে পুজা হেগ্রে নামের দক্ষিণী কন্যার।

এলএ/পিআর