বিজয় দিবসের মেগাকনসার্টে বাচ্চু-জেমস
‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’ শীর্ষক ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয় গেল ১ ডিসেম্বর। বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ওয়ান মোর জিরো কমিউনিকেশনস এই আয়োজন করেছে।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধনী হয়। সেখানে সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদীসহ দেশের তরুণ জনপ্রিয় সংগীতশিল্পীরা পারফর্ম করেন। এছাড়া ছিলেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। এরপর দিন থেকে এই উৎসবে পরবর্তী আয়োজনগুলো অনুষ্ঠিত হয় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে।
তারই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠানের শেষ দিন
অনুষ্ঠিত হবে ‘মেগা কনসার্ট’। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় শুরু হবে এই ‘মেগাকনসার্ট’। সেখানে একমঞ্চে গাইবেন দেশীয় ব্যান্ডের দুই মেগাস্টার আইয়ূব বাচ্চু ও জেমস। এছাড়াও থাকবে চিরকুট, শূণ্য ও ভাইকিংসের মতো জনপ্রিয় ব্যান্ড দলগুলো।
কনসার্টটি শুরু হবে দুপুর ২টায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর মেগাকনসার্ট দিয়েই শেষ হবে পক্ষকালব্যাপী চলা ‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’।
এলএ