নারী দিবসের সম্মাননা পাচ্ছেন `মঞ্চকুসুম` শিমুল ইউসুফ
`মঞ্চকুসুম` শিমূল ইউসুফকে সম্মাননা প্রদান করছে নাটকের দল স্বপ্নদল। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১২ সাল থেকে দলটি নারী দিবসের আয়োজন করছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিমূল ইউসুফের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বপ্নদল মঞ্চস্থ করবে নাটক `চিত্রাঙ্গদা`। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ও নৃত্যনাট্য দুটি ভিন্ন আঙ্গিকে `চিত্রাঙ্গদা` রচনা করলেও তার কাব্যনাট্য `পাণ্ডুলিপি` অবলম্বনে গবেষণাগার নাট্যরীতিতে স্বপ্নদলের এই প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুকর্ণ, মিতা, মোস্তাফিজ, রেজাউল, শিশির, সামাদ, জেবু, রিমু, নাবলু, তানভীর, শাহীন, হিটলার, মাধুরী, মাসুদ, তানিয়া, জুঁই, আলী, সাইদ, বিপুল, জুয়েনা, তীর্থ, উজ্জ্বল প্রমুখ।
স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানান, `পৃথিবীর সকল নারীকে সম্মান জানাতে স্বপ্নদল ২০১২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন করে আসছে। এ পর্যন্ত আমরা ফেরদৌসী মজুমদার, লাকী ইনাম, নূনা আফরোজ, স্বপ্নদলের সকল নারী নাট্যকর্মীসহ নিয়মিত নারী নাট্যকর্মীদের আনুষ্ঠানিক সম্মাননা জানিয়েছি।’
এমজেড/বিএ/এমএস