বিপদমুক্ত সোনম বাড়ি ফিরছেন
সোয়াইন ফ্লু-র ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজই বাড়ি ফিরবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ডাক্তারের তরফ থেকে এ খবরই জানানো হয়েছে।
সম্প্রতি জ্বর ও গলা ব্যাথা নিয়ে প্রথমে তাঁকে রাজকোটের স্টালিং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর রক্ত পরীক্ষা করার পর, রক্তে সোয়াইন ফ্লু-র ভাইরাস ধরা পরে। এই খবর শোনার পর বাবা অনিল কাপুর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মুম্বইতে নিয়ে আসেন মেয়েকে। মুম্বাইয়ের কোকিলাবেহেন হাসপাতালে ভর্তি ছিলেন এই বলিসুন্দরী।
সূরজ আর বার্জাতার ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিংয়ে রাজস্থানের রাজকোট শহরে ছিলেন তিনি। সেখানেই এনএইচওএইচ ভাইরাসে আক্রান্ত হন এই নায়িকা। জানা গেছে, সোনমের প্রশিক্ষক সোয়াই ফ্লু-তে আক্রান্ত ছিলেন। তাঁর শরীর থেকেই এই ভাইরাস ছড়ায় সোনমের শরীরে।
সুখের কথা হলো সোনমের সব বিপদ কেটে গেছে। সব ভালো থাকলে আজ রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।
অন্যদিকের খবর অসুস্থ বন্ধু সোনমকে হাসপাতালে দেখতে এসে সেলফি তুলেছিলেন বলিউডের আরেক নায়িকা জ্যাকুলিন ফার্নান্ডেজ। সেই ছবি ট্যুইটারে পোস্ট করে বেশ সাড়াও পেয়েছেন শ্রীলঙ্কা সুন্দরী।
এলএ/পিআর