চঞ্চল-অর্ষার বড়বাড়ি ছোটবাড়ি
ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ১৪ ডিসেম্বর চ্যানেল আইতে প্রচার হবে মুক্তিযুদ্ধের নাটক ‘বড়বাড়ি ছোটবাড়ি’। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, অর্ষা, নীলা, নরেশ ভুঁইয়া, আফরোজা বানু প্রমুখ। প্রচার হবে ১৪ ডিসেম্বর রাত ৮টায়।
নাটকের গল্পে দেখা যাবে বিরাট একটি বাড়িতে থাকেন দুই ভাই রাইসুল ইসলাম আসাদ আর চঞ্চল চৌধুরী। এলাকার বাসিন্দারা তাদের অনেক মান্য করে। আসাদের স্ত্রী আফরোজা বানু। সবই চলছিল ভালো। চঞ্চলের বিবাহ ঠিকঠাক। পাত্রী তার বান্ধবী অর্ষা।
বিবাহ উপলক্ষে অন্য শহর থেকে বেড়াতে আসেন তাদের ফুপু দিলারা জামান। তখনই সূত্রপাত ঘটে ঝামেলার। ফুপুর পরামর্শে ঢাকা শহরে একটা কনভেনশন সেন্টার অথবা বড় হোটেল বুকিং দিতে গেলো ছোট ভাই। এটা মানতে বড় ভাই নারাজ হওয়ায় বাড়ি ভাগ করে আলাদা হতে চাইলো চঞ্চল চৌধুরী। তার ভাবি আফরোজা বানু চলে যান দেবরের পক্ষে। এভাবেই এগিয়ে চলে নাটক।
এলএ